‘সুরক্ষিত হোক সব তিলোত্তমারা’, RG Kar কাণ্ডে প্রতিবাদ সোহিনীর

20240820 122309 BsybMbjm4o

আর.জি কর কাণ্ডে সরব হয়ে এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী সোহিনী সরকার। যেখানে স্পষ্ট জানিয়ে দিলেন এই লড়াই জারি থাকবে। পাশাপাশি তুলে ধরলেন বিচারের দাবী। আর.জি কর কাণ্ডের পর পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা।

ডাক্তার, আইনজীবী নির্বিশেষে সকল পেশার মানুষেরা নির্যাতিতার হয়ে আওয়াজ তুলেছেন। এছাড়া সোশ্যাল মিডিয়ায় বয়ে চলেছে প্রতিবাদের ঝড়। সকলে নিজেদের মতোন করে তাদের প্রতিবাদ জানিয়েছেন। সেরকমই একটি ভিডিও পোস্ট করেছেন সোহিনী।

যেখানে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন প্রতিবাদের দৃশ্য নিয়ে সেটি তৈরি হয়েছে। আর নেপথ্যে বেজে চলেছে, ‘কারার ওই লৌহকপাট’ গানটি। যা স্পষ্ট করে দেয় বিদ্রোহের তীব্রতা। ক্যাপশনে লেখেন, ‘লড়াই জারি থাক। বিচার চাই তিলোত্তমার। সুরক্ষিত হোক সব তিলোত্তমারা।’

শুধু তিনিই নন এই ভিডিওটি পোস্ট করেছেন অনেক তারকারাই। উল্লেখযোগ্য, এই ঘটনা ঘটার পর আন্দোলন চলছে ক্রমাগত। ইতিমধ্যেই নারীসুরক্ষা নিয়ে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। যেখানে বলা হয়েছে মেয়েদের নাইট ডিউটি কমাতে হবে।

তবে তা দেখার পর সমালোচনা বেড়ে গিয়েছে বহুমাত্রায়। অভিনেত্রী মিমি জানিয়েছেন মেয়েদের নাইট ডিউটি না কমিয়ে ছেলেদের সঠিক শিক্ষা দেওয়া হোক। তাহলে এই ধরনের অন্যায় কমবে। এছাড়া অভিনেতা পরমব্রত তাচ্ছিল্যের সুরে বলেন এই নিয়মে আসল সমস্যা সমাধান হবে না।

আরও পড়ুন,
*‘তিলোত্তমার প্রকৃত বিচার চাই’, শঙ্খ মুখে ধরে তুমুল ট্রোলিং, ফের RG Kar কাণ্ডে সরব ঋতুপর্ণা