Sohini-Ritabhari: সোহিনীর সাথে দুর্ব্যবহার করেছেন শোভন! উঠে এলো চাঞ্চল্যকর মেসেজের স্ক্রিনশট

Sohini-Ritabhari: সোহিনী সরকারের (Sohini Sarkar) সাথে খারাপ ব্যবহার করছেন তার স্বামী শোভন গাঙ্গুলী (Shovan)। সম্প্রতি তারই ছবি উঠে এলো সোশ্যাল মিডিয়ায়। আরেক অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari) তাদের দু’জনের কথোপকথনের ছবি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখান থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

ছবিতে দেখা যায় সোহিনী বলছেন, ‘ফ্রি আছিস? আমি তোর বাড়ি আসছি। ও আবার আমার সাথে ওরকম করলো, সবার সামনে। আমি আর মেনে নিতে পারছি না।’ এরপর ঋতাভরী বলেন, ‘আসো চলে আসো। শান্ত হও। চিন্তা করো না। আমার এদিকেও একই অবস্থা। তুমি আসো কিছু একটা সলিউশন বের করে নেবো আমরা।’

Ritabhari
Ritabhari

যা দেখার পর সকলে মনে করছেন হয়তো শোভন তার সাথে কিছু খারাপ ব্যবহার করেছেন। তবে আসল বিষয়টি এখনও প্রকাশ্যে আসেনি। অনেকে আবার এও বলছেন এটা নিশ্চয়ই কোনো সিনেমার প্রমোশন। কারণ, এতো বড়ো তারকা হয়ে কখনোই নিজেদের ব্যক্তিগত মেসেজ জনসমক্ষে আনবেন না তারা।

Sohini
Sohini

তবে কী কারণে এমনটা পোস্ট করলেন আপাতত তা জানতে হলে অপেক্ষা করতে হবে। উল্লেখযোগ্য সম্প্রতি মুক্তি পেয়েছে সোহিনীর নতুন ছবি ‘রান্নাবাটি’। যেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও সেখানে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, সোলাঙ্কি রায় প্রমুখ।

আরও পড়ুন
সোহিনী-ঋতাভরীর ভাইরাল চ্যাটের রহস্যে চমক, জানুন আসল ঘটনা কী?

সোহিনী-ঋতাভরীর ভাইরাল চ্যাটের রহস্যে চমক, জানুন আসল ঘটনা কী?
সোহিনী-ঋতাভরীর ভাইরাল চ্যাটের রহস্যে চমক, জানুন আসল ঘটনা কী?

ইতিমধ্যেই সেটি ব্যাপক প্রশংসা লাভ করেছে দর্শকমহলে। সকলের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি। এরপর তিনি কোন সিনেমায় কাজ করবেন এখনো কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে এই ছবির মাধ্যমে তারই আভাস দিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন
বিহার জয়ের পর বাংলাসহ দক্ষিণের রাজ্যগুলোতে জয়ের বার্তা দিলেন মোদী ?

FAQ

১. প্রশ্ন: সোহিনী সরকারের সঙ্গে কী ঘটেছে?
উত্তর: সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, সোহিনী তার স্বামী শোভন গাঙ্গুলীর প্রতি ক্ষোভ প্রকাশ করছেন এবং বন্ধু ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে এ নিয়ে কথা বলছেন।

২. প্রশ্ন: সেই ছবিতে ঠিক কী লেখা ছিল?
উত্তর: সোহিনী বলছেন, “ফ্রি আছিস? আমি তোর বাড়ি আসছি। ও আবার আমার সাথে ওরকম করলো, সবার সামনে। আমি আর মেনে নিতে পারছি না।” এর উত্তরে ঋতাভরী বলেন, “আসো চলে আসো। শান্ত হও। চিন্তা করো না। আমার এদিকেও একই অবস্থা।”

আরও পড়ুন
Srabanti: দুবাইতে গিয়ে হোটেলের রুম থেকে অদ্ভুত ভিডিও পোস্ট শ্রাবন্তীর

৩. প্রশ্ন: এই কথোপকথন কোথা থেকে প্রকাশিত হয়েছে?
উত্তর: অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী নিজেই সোশ্যাল মিডিয়ায় কথোপকথনের একটি ছবি পোস্ট করেছেন, যা দ্রুত ভাইরাল হয়েছে।

আরও পড়ুন
ধর্মেন্দ্রর চিকিৎসা আপাতত বাড়িতেই চলবে, ক্রমেই বাড়ছে অনুরাগীদের ভিড়

৪. প্রশ্ন: শোভন গাঙ্গুলীর নাম কেন আলোচনায় এসেছে?
উত্তর: কথোপকথনে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সোহিনী তার স্বামীর সঙ্গে কোনো সমস্যায় রয়েছেন, ফলে নেটিজেনরা ধারণা করছেন শোভনই এর কেন্দ্রবিন্দু।

৫. প্রশ্ন: এটি কি সত্যিই ব্যক্তিগত বিষয়, নাকি কোনো প্রমোশন?
উত্তর: অনেকেই মনে করছেন এটি সম্ভবত নতুন কোনো সিনেমা বা ওয়েব সিরিজের প্রমোশনাল পোস্ট, কারণ তারা দুইজনই জনপ্রিয় শিল্পী এবং বাস্তবে ব্যক্তিগত বার্তা সাধারণত প্রকাশ করেন না।

৬. প্রশ্ন: “রান্নাবাটি” সিনেমার সঙ্গে এর কী সম্পর্ক থাকতে পারে?
উত্তর: সোহিনীর সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা “রান্নাবাটি”-তে সম্পর্ক ও পারিবারিক দ্বন্দ্বের মতো বিষয় দেখানো হয়েছে, তাই এই পোস্টটিকে সেই সিনেমার প্রচারের অংশ মনে করছেন অনেকে।

৭. প্রশ্ন: দর্শকদের প্রতিক্রিয়া কেমন?
উত্তর: অনেকে বিভ্রান্ত হলেও বেশিরভাগ দর্শক মনে করছেন এটি প্রমোশনাল কনটেন্ট। আবার কেউ কেউ সোহিনীর প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।

৮. প্রশ্ন: “রান্নাবাটি” সিনেমায় কারা অভিনয় করেছেন?
উত্তর: ছবিতে সোহিনী সরকারের পাশাপাশি অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সোলাঙ্কি রায়, এবং আরও অনেকে।

৯. প্রশ্ন: সিনেমাটি কেমন সাড়া পেয়েছে?
উত্তর: দর্শকদের কাছ থেকে “রান্নাবাটি” ইতিমধ্যেই ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। অভিনয়, কাহিনি ও সংলাপের জন্য প্রশংসিত হয়েছে সিনেমাটি।

১০. প্রশ্ন: সোহিনীর পরবর্তী প্রজেক্ট কী হতে পারে?
উত্তর: এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি, তবে এই পোস্ট ও আলোচনার মাধ্যমে হয়তো তার নতুন প্রজেক্টের ইঙ্গিত দিয়েছেন তিনি।

#SohiniSarkar #RitabhariChakraborty #TollywoodNews
#Sohini #Ritabhari

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক