Sohini: মায়ের সাথে জগদ্ধাত্রী পুজো পরিক্রমা করতে দেখা গেল অভিনেত্রী সোহিনী সরকারকে (Sohini Sarkar)। সম্প্রতি তারই কয়েক ঝলক থেকে তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যতই কাজের ব্যস্ততা থাকুক না কেন পরিবারকে সময় দিতে কখনোই ভোলেন না এই অভিনেত্রী। বাড়ির অন্যান্য সদস্য হোক বা স্বামী সবার সাথেই সময় কাটাতে দেখা যায় তাকে।
দুর্গাপুজো, কালীপুজোর পর এবার পালা জগদ্ধাত্রী পুজোর। যদিও পশ্চিমবঙ্গের সব জায়গায় এই পুজোর রমরমা দেখা যায় না, তবে কয়েকটি নির্দিষ্ট জায়গায় এই পুজো ভীষণই বিখ্যাত। সেরকমই এক পুজোয় দেখা গিয়েছে সোহিনীকে। মোট তিনটি ছবি পোস্ট করেছেন তিনি। যার একটিতে রয়েছে জগদ্ধাত্রী প্রতিমা।
অন্য একটিতে দেখা যায় তিনি এবং তার মা প্রতিমার সামনে বসে রয়েছেন। আরেকটিতে শুধুমাত্র তাকেই দেখা গিয়েছে। সবথেকে বেশি নজর কেড়েছে তার হাতের শাঁখা-পলা। আদর্শ বঙ্গবধূ হিসেবে ধরা দিয়েছেন তিনি। সাথে সিঁথিতে রয়েছে সিঁদুর।
সবমিলিয়ে বলতে গেলে অসাধারণ লাগছিল তাকে দেখতে। বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। উল্লেখযোগ্য, বর্তমানে তার নতুন সিনেমার ‘রান্নাবাটি’র প্রচারে ব্যস্ত রয়েছেন তিনি। সাথে বিভিন্ন জগদ্ধাত্রী পুজোও উদ্বোধন করেছেন।
সম্প্রতি জলপাইগুড়ি পৌঁছেছিলেন সিনেমার প্রচারে। সেখানে অনুরাগীদের থেকে প্রচুর ভালোবাসা পেয়েছেন তিনি। সেসব ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘রান্নাবাটি’ সিনেমার ট্রেলার। যা বেশ পছন্দ করতে শুরু করেছেন দর্শকেরা। তিনি ছাড়াও সেখানে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, সোলাঙ্কি রায় প্রমুখ। আগামী ৭ই নভেম্বর সেটি মুক্তি পাবে।
আরও পড়ুন
Mimi: নিজেকে ফুলের চেয়েও বেশি সুন্দর বলে দাবী করলেন মিমি! দেখুন ভিডিও
#Sohini #Rannabati
