ভারতে নয় বরং সিডনিতে নতুন বছরকে স্বাগত জানালেন এই তারকা জুটি! দেখুন ভিডিও

নতুন বছরের শুরুটা প্রত্যেকেই চান কাছের মানুষদের সাথে কাটাতে। হৈ-হুল্লোড়, আনন্দ করে এই বছরের শুরু করেছেন অনেকে। তবে বাড়িতে নয় অস্ট্রেলিয়াতে ২০২৫ কে স্বাগত জানালেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং তার স্বামী জাহির ইকবাল।

হয়তো অনেকেই জানেন বিয়ের পর থেকে প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করছেন এই জুটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে বিদেশে ছুটি কাটাতে দেখা গিয়েছে তাদের। কয়েকদিন আগেই তারা পাড়ি দিয়েছেন অস্ট্রেলিয়ায়। ইতিমধ্যে সেখান থেকে ভাগ করে নিয়েছেন একাধিক ছবি ও ভিডিও।

আর এবার ২০২৫ এর শুরুতে আরো একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে প্রচুর আতশবাজি জ্বালিয়ে ২০২৫ কে স্বাগত জানানো হচ্ছে। মূলত সিডনিতে দেখা দিয়েছে তাদের। ভিডিওতে দেখা যায় যখন নতুন বছর শুরু হয় তখন চিৎকার করে ‘শুভ নববর্ষ’ বলছেন তারা।

এরপরই একে অপরকে আলিঙ্গন করে চুম্বন করতেও দেখা যায়। সবমিলিয়ে নতুন বছরের শুরুটা ভীষণই আনন্দের সাথে করলেন তারা। এরপর দেখা যায় অভিনেত্রী জাহিরের কাঁধে মাথা রেখে কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রয়েছেন। আসলে তিনি বিশ্বাস করতেই পারছেন না তিনি তার মনের মানুষের সাথে নতুন বছরের শুরু করলেন।

কারণ, আমরা সকলেই জানি একাধিক চড়াই-উতরাই পার করে তবে নতুন জীবন শুরু করেছেন তারা। যেহেতু ধর্মের বিভেদ রয়েছে তাই শুরুর দিকে তাদের সম্পর্ক মেনে নিতে পারেননি সোনাক্ষীর পরিবারের সদস্যরা। অনেক বাধা অতিক্রম করে শেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা।

এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক