এই কদিন আগে ইটালি থেকে ঘুরে এসেছেন তারা। সেখান থেকে কয়েকদিন বাড়িতে কাটিয়ে ফের অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন এই জুটি! হ্যাঁ, ঠিকই ধরেছেন আজ আমরা কথা বলছি অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং তার স্বামী জাহির ইকবালের সম্পর্কে। বিয়ের পর জীবনটাকে ভরপুর উপভোগ করছেন এই জুটি।
দেশ, বিদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তারা। সাথে মজার মজার কাণ্ডকারখানা করছেন। সম্প্রতি সেরকমই অস্ট্রেলিয়া পৌঁছেছেন তারা। আর সেখানে গিয়ে প্রকৃতির মাঝে ভরপুর আনন্দ উপভোগ করছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি পোস্ট করেছেন অভিনেত্রী।
যার একটিতে দেখা যাচ্ছে আনমনে প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করছেন তিনি। আর একটি ভিডিওতে দেখা যায় তার স্বামী জাহির ইকবাল নদীর মধ্যে ভেসে চলেছেন একটি বোটের উপরে। সেখানে শুয়ে শুয়ে প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করতে দেখা গিয়েছে তাকে।
এরপরে দেখা যায় আরেকটি বোটে বসে রয়েছেন সোনাক্ষী। জঙ্গলের সে নিরিবিলিতে যেন প্রাণভরে নিঃশ্বাস নিয়েছেন তারা। এক কথায় বলতে গেলে জীবনটাকে ধীরে ধীরে উপভোগ করতে শুরু করেছেন এই জুটি। একে অপরের জীবনে আসার পর যেন আলাদাই মাত্রা পেয়েছে তাদের জীবন।
তবে এই স্টোরিগুলো ছাড়াও তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিভিন্ন পোস্ট দেখা যাবে খুব শীঘ্রই। কারণ তারা যেখানেই বেড়াতে যান সেখান থেকে একগুচ্ছ ছবি ও ভিডিও পোস্ট করেন। যেগুলি দর্শকেরা দেখে যে বেশ মজা পান তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।