Sonam Kapoor: অভিনব উপায়ে দ্বিতীয় সন্তান আগমনের খবর জানালেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর (Sonam Kapoor)। সম্প্রতি বেশ কয়েকটি ছবি পোস্ট করে পরোক্ষভাবেই বুঝিয়ে দিলেন তিনি দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। আসলে আম্বানি পরিবারের একটি ইভেন্টে হাজির হয়েছিলেন তিনি।
একটি কালো রঙের জমকালো বেনারসীতে সেজে উঠেছিলেন। সেখানেই স্পষ্ট হয়েছে তার বেবিবাম্প। পেটে হাত রেখে একাধিক ভঙ্গিমায় পোজ দিতে দেখা গিয়েছে তাকে। যার অর্থ হলো তিনি সকলকে এটাই বোঝাতে চেয়েছেন দ্বিতীয়বার মা হতে চলেছেন। আম্বানি পরিবারের নতুন অনলাইন স্টোর ‘স্বদেশ অনলাইন’ লঞ্চের অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট।
আসলে দেশের সমস্ত রাজ্যের বিভিন্ন পোশাকের সম্ভার নিয়ে উঠে এসেছে এই ‘স্বদেশ’। যেখানে ভারতের বিভিন্ন রাজ্যের ঐতিহ্যবাহী পোশাকগুলিকে খুব সহজেই কিনতে পারবেন গ্রাহকেরা। তারই উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে একাধিক ফটোশ্যুট করতে দেখা গিয়েছে সোনমকে।
ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘গত সন্ধ্যায় স্বদেশ অনলাইন স্টোরটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। যা এতো অনবদ্য স্বাদ এবং সূক্ষ্মতার সাথে তৈরি করা হয়েছে। সত্যিই একটি সুন্দর অভিজ্ঞতা। নীতা আন্টিকে আমার সমস্ত ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন।’
পোস্ট করতেই তাকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। প্রত্যেকে তাকে দ্বিতীয় সন্তানের জন্য শুভকামনা জানিয়েছেন। এছাড়াও তার সৌন্দর্য্যের প্রশংসা করতে দেখা গিয়েছে ভক্তদের। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে জল্পনা শোনা যাচ্ছিলো দ্বিতীয় সন্তান আসতে চলেছে সোনম এবং আনন্দের পরিবারে। যদিও এই বিষয়ে কখনোই প্রকাশ্যে কিছু জানাননি তারা। অবশেষে সুখবর ভাগ করে নিলেন অভিনেত্রী।
#SonamKapoor #SwadeshOnline