সৌরভ-ডোনার প্রথম ডেট
Sourav-Dona First Date: সম্প্রতি এবার প্রেম নিয়ে অকপটে কথা বলতে দেখা গেলো সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলীকে। পুরনো দিনের স্মৃতি রোমন্থন করলেন তিনি। জানালেন কীভাবে তাদের ভালোলাগা, সেখান থেকে প্রেম এবং অবশেষে বাড়ির অমতে গিয়ে বিয়ে। তবে বর্তমানে সন্তান নিয়ে সুখে সংসার করছেন তারা।
একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘একদম পাশের বাড়ি তো। তখন থেকে দেখতাম ছোট্ট একটা বাচ্চা ক্রিকেট খেলছে। আমি বারান্দায় এসে দেখতাম। ছোটবেলা থেকেই একটা ভালো লাগা ছিলো। একটু একটু কথা হতো। যে বয়স থেকে মনে হয় একটা বয়ফ্রেন্ড থাকলে হয় তখন থেকেই শুরু প্রেমের। এক বন্ধু বলেছিল ভালো লাগে যখন বলে দে।’
আরও পড়ুন,
*অস্ত্রোপচার করে সুস্থ আছেন অঙ্কুশ! হাসপাতাল থেকে নিজের ছবি পোস্ট অভিনেতার
*প্রেম দিবসে শুভমনের সঙ্গে ডেট নাইট? সচিন কন্যা’র পোস্ট ঘিরে জল্পনা
কলকাতার নামি চাইনিজ রেস্তোরাঁয় ডেট! তখন কোন ক্লাসে ছাত্রী ডোনা?
এখানেই শেষ নয় লুকিয়ে প্রেমপত্র লেখার কথাও জানিয়েছেন তিনি। এক ভাইয়ের হাত দিয়ে প্রেমপত্র চলাচল করতেন। বলেন, ‘আমাদের প্রথম দেখা যেদিন আমাকে একটা গাড়িতে তুলে টিউশনে ড্রপ করে দিয়েছিল। আমি ঠিকানা খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমরা সেখান থেকে চাইনিজ রেস্তোরাঁ ম্যান্ডারিনে খেতে গিয়েছিলাম। তখন ক্লাস ১১ বা ১২।’
আসলে তারা ভেবেছিলেন ভারতীয় দলে চান্স পেয়ে গেলে তার সৌরভের কেরিয়ারটা দাঁড়িয়ে যাবে। তাই তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। আর বাড়ির থেকে তাদের বিয়ে না মেনে নেওয়ার কারণে তিনি বলেন, ‘আমার দাদুদের মধ্যে কিছু একটা মতভেদ ছিল। এছাড়া দাদা’রা ব্রাহ্মণ এবং আমরা নই।’
একইসাথে তিনি আরো বলেন দাদার বাবা সাপোর্ট করেছিলেন। তিনি দাদা’কে বলেছিলেন তুমি শুধু ভালো করে খেলো, আমি দেখে নেবো। তারপর সব ঠিক হয়ে যায়। উল্লেখযোগ্য, খুব শীঘ্রই সৌরভ গাঙ্গুলীর বায়োপিক আসতে চলেছে। যেখানে অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা।
আরও পড়ুন,
*কেরিয়ার শুরু আলিয়ার হাত ধরে, মাত্র ২৪ বছর বয়সে অক্ষয়ের বাড়ি কিনলেন তরুণী!
*কেরিয়ার শুরু আলিয়ার হাত ধরে, মাত্র ২৪ বছর বয়সে অক্ষয়ের বাড়ি কিনলেন তরুণী!