ক্রিকেটের পর এবার ফ্যাশন দুনিয়ায় পা রাখলেন কলকাতার ‘মহারাজ’ তথা সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলী! দীর্ঘদিন তিনি ক্রিকেটের পিচে অভিজ্ঞ খেলোয়াড়ের পরিচয় দিয়েছেন। আর এবার শুরু হলো নতুন ইনিংস। ক্রমবর্ধমান পোশাকের বাজারে নিজস্ব পরিচিতি গড়ে তোলার জন্য তিনি চালু করেছেন তার নতুন ব্র্যান্ড ‘সৌরাজ্ঞ’।
যা মূলত গ্রাহকদের জন্য ঐতিহ্যবাহী জাতিগত পোশাকের সম্ভার নিয়ে আসবে। বাঙ্গালীদের সবচেয়ে বড়ো উৎসব দুর্গাপুজোর আগেই উদ্বোধন করা হলো এই ব্র্যান্ডের। শুধু তাই নয় নিজস্ব ব্র্যান্ডের পোশাক পরে র্যাম্পে হাঁটতেও দেখা গিয়েছে স্বয়ং সৌরভ গাঙ্গুলীকে। ইতিমধ্যেই সেসব ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন,
স্বপ্নের সাজে ধরা দিলেন অভিনেত্রী কৌশানী! ভাগ করে নিলেন বিশেষ ভিডিও
এই বিষয়ে তিনি বলেন, ‘আমরা কেবল এথনিকের সাথেই থাকবো না, আমরা ভবিষ্যতে আরও ফ্যাশন পোশাক চালু করবো। এটি একটি দীর্ঘমেয়াদী সহযোগিতা। এটি কেবল অর্থের বিষয় নয়, এটি অর্থপূর্ণ কিছু তৈরি করার জন্য। সৌরাজ্ঞ আমাদের সংস্কৃতির প্রতি আমার গভীর ভালোবাসা এবং আজকের ফ্যাশন-প্রগতিশীল প্রজন্মের সাথে এটিকে প্রাসঙ্গিক করে তোলায় আমার দৃষ্টিভঙ্গির প্রতিফলন।’
আরও পড়ুন,
দেবকে বাদ দিয়ে এবার ‘পরাণ যায় জ্বলিয়া রে’ মঞ্চ কাঁপালেন অনির্বাণ! দেখুন ভিডিও
তার এই নতুন পদক্ষেপ মূলত পশ্চিমবঙ্গের খাঁটি নকশা এবং ঐতিহ্যকে জাতীয় বাজারে তুলে ধরার জন্য। এই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে বাংলার ঐতিহ্যবাহী কারুশিল্প যাতে জাতিগত ফ্যাশনের ওপর প্রভাব বিস্তার করে সেই বিষয়েই কাজ করবে সৌরাগ্য। শুরুর দিকে ১০০টি শৈলী নিয়ে সেটি বাজারে আসবে এবং ধীরে ধীরে তা আরো বর্ধিত হবে।
যেখানে থাকবে বাংলার জামদানি, তাঁত, কাঁথা সূচিকর্ম, বাটিক মুদ্রণ ইত্যাদি। আর যদি আমরা সিগনেচার লুক দেখি তাহলে তাতে থাকবে ময়ূরপুচ্ছ ধুতি-কুর্তা। এই সুখবর উঠে আসতেই বেশ খুশি বাংলার জনগণ। কারণ, তাদের নিজস্ব ঐতিহ্য এবার ধীরে ধীরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে।