কোলে ছোট্ট বোন, চশমা পরা এই ছেলেটি আজ টলিউডের প্রথম সারির নায়ক, চিনতে পারলেন?

টলিউডে মাঝেমধ্যেই দেখা যায় তারকারা পরিবারের সঙ্গে ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ঠিক তেমনই নিজের জীবনের গভীর আবেগ জড়িয়ে থাকা কয়েকটি ছবি প্রকাশ করলেন অভিনেতা সৌরভ দাস। যেখানে ফুটে উঠেছে তার আর বোনের নিখাদ, নির্ভেজাল ভালোবাসার সম্পর্ক।

sourav 1762686848612 1762686848834

মানুষের জীবনে এমন কিছু সময় আসে, যা পুরো সমীকরণ ওলট-পালট করে দেয়। সৌরভের জীবনে সেই ঝড় নেমেছিল ২০২১ সালের ২২ জানুয়ারি। আচমকাই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যা ঘিরে চারদিকে শুরু হয় কটাক্ষ ও সমালোচনা। পরে তিনি দাবি করেন, ভিডিওটি সম্পূর্ণভাবে এডিট করা হয়েছিল এবং অনুরোধ জানান অযথা গুজব না ছড়ানোর জন্য।

Weve danced weve sung weve quarreled… and through it all you were always the little one in 7

এরপর ২০২৪ সালে আর জি কর হাসপাতাল কাণ্ডের প্রতিবাদ করতে গিয়েও একইভাবে কটূক্তির মুখে পড়তে হয়েছিল তাঁকে। কিন্তু সব ঝড়ের মধ্যেও পাশে ছিল তাঁর পরিবার, বিশেষ করে তাঁর বোন। আর সেই গভীর সম্পর্কের ঝলকই দেখা গেল সৌরভের পোস্ট করা ছবিগুলিতে— কখনও সমুদ্রতটে বোনের সঙ্গে নাচ করছেন, আবার কখনও পাহাড়ের কোলে বোনকে কোলে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন।

Weve danced weve sung weve quarreled… and through it all you were always the little one in 8

ছবিগুলো যেন মধ্যবিত্ত পরিবারের প্রতিটি ভাই-বোনের সহজাত ভালোবাসার প্রতিচ্ছবি— যেখানে আছে মমতা, আদর, ঝগড়া, আর একে অপরের প্রতি অবিচল সমর্থন। সমাজমাধ্যমের কোলাহল ছুঁতে পারে না এই সম্পর্কের পবিত্রতাকে।

Weve danced weve sung weve quarreled… and through it all you were always the little one in

পোস্টে সৌরভ লিখেছেন, “আমরা একসঙ্গে কত নাচ করেছি, গান গেয়েছি, ঝগড়া করেছি। তুই সবসময় আমার কোলের সন্তানই ছিলি। এমন একটি ঝড়ের মধ্যে দিয়ে গিয়েছিলাম, যা আমাদের পরিবারকে নাড়িয়ে দিয়েছিল, কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়েছিল। কিন্তু আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম।”

Weve danced weve sung weve quarreled… and through it all you were always the little one in 2

তিনি আরও লেখেন, “তুই কখনও আমার প্রথম সন্তান, কখনও হাল না ছেড়ে দেওয়ার কারণ। আমি তোকে দ্বিতীয় বাবার মতো দেখে গর্ববোধ করি। মৃত্যু পর্যন্ত আমাদের কেউ আলাদা করতে পারবে না।”

Weve danced weve sung weve quarreled… and through it all you were always the little one in 5

কিছুদিন আগেও সৌরভের আরেকটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাঁকে মদ্যপ বলে কটাক্ষ করা হয়। সেই প্রসঙ্গেও তিনি মন্তব্য করেছিলেন— তাঁকে নিয়ে সবসময় বিতর্ক তৈরি হয়, এমনকি ঘরে শুয়ে থাকলেও আলোচনার কেন্দ্রে চলে আসেন। তাই সোশ্যাল মিডিয়ার ভিড় থেকে দূরেই থাকতে চান তিনি।

আরও পড়ুন
অপারেশন হামদর্দ: চিকিৎসক শাহীনদের গোপন জঙ্গি নেটওয়ার্ক, সংখ্যালঘু তরুণীদের ‘মগজধোলাই’ করে জইশ-এ নিয়োগ!

তবে সমালোচনার ঢেউ যতই উঠুক, ভাই-বোনের অটুট বন্ধন যে তাঁর সবচেয়ে বড় শক্তি— তা ফের একবার প্রমাণ করলেন অভিনেতা সৌরভ দাস।

আরও পড়ুন
Bigg Boss 19: ”লেসবিয়ান’ মনে হয়’, মালতির ‘সেক্সুয়ালিটি’ নিয়ে কুণিকার বেফাঁস মন্তব্যে নেটপাড়ায় তীব্র বিতর্ক

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক