অন্যের সংসার ভেঙে নাকি নিজের সংসার সাজিয়েছেন অথচ তার মুখেই এবার শোনা গেল আদর্শ মানুষের বাণী। তিনি কাঞ্চন মল্লিকের তৃতীয় স্ত্রী। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। হ্যাঁ, ঠিকই ধরেছেন আমরা কথা বলছি কাঞ্চন মল্লিকের তৃতীয় স্ত্রী শ্রীময়ী চট্টরাজের সম্পর্কে।
বরাবরই নিজের মন্তব্যের কারণে ট্রোলিঙের সম্মুখীন হতে হয় তাকে। তবে কখনোই সেসব বিষয় নিয়ে তোয়াক্কা করেন না বরং নিজের ইচ্ছামতো কাজ করেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আদর্শ মানুষ প্রসঙ্গে কথা বলতে দেখা গিয়েছে শ্রীময়ী এবং কাঞ্চনকে।
বিয়ে করার পর তাদের বিভিন্ন কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে। একদিকে কাঞ্চনের বয়স এতো বেশি তাছাড়া তার শারীরিক বৈশিষ্ট্য নিয়েও কটাক্ষ করা হয়েছে। সেই বিষয়েই একটি সাক্ষাৎকারে কথা বলতে দেখা যায় তাদের। কেমন মানুষদের ওপর ফোকাস করা দরকার সে কথা বলেছেন শ্রীময়ী।
বলেন, ‘আমার কাছে খুব ম্যাটার করে বডি শেমিঙের থেকে, একজন দুশ্চরিত্র মানুষের থেকে, সে হয়তো খুব সুন্দর দেখতে দুধের মতো গায়ের রং, কটা কটা চোখ তার থেকে যে কুৎসিত একজন মানুষ এই নেটিজেনদের ভাষায় কালো, কুৎসিত মোটা সে যদি চরিত্রবান হয়, ভালো মনের মানুষ হয় আদর্শ মানুষ হয়, যে মহিলাদের দেখে টোন টিটকারি করবে না, কোনো পুরুষকে র্যাগিং করবে না তার দিকে বেশি ফোকাস দেওয়া উচিত।’
এক কথায় বলতে গেলে তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে কুৎসিত মনের সুন্দর মানুষের থেকে কুৎসিত চেহারার ভালো মনের মানুষ বেশি জরুরী। তবে এই কথা বলার পরেও তুমুল ট্রোল করা হয়েছে তাকে। কেউ কেউ বলেছেন, ‘আদর্শ মানুষের কথা তাদের না বলাই উচিত।’ আবার কেউ বলেছেন, ‘অন্যের সংসার ভেঙে এখন জ্ঞান দিতে এসেছেন।’