চলতি বছরের শুরুতেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক। দেখতে দেখতে তাদের বিবাহিত জীবনের বেশ কিছু মাস কেটে গিয়েছে। সেপ্টেম্বর মাসে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। তাদের মেয়ের বয়স দেখতে দেখতে দুই মাস। তবে কাঞ্চন ও শ্রীময়ীর বিয়ের পর তাদের নিয়ে কম আলোচনা হয়নি। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের বন্যা চলেছে তাদের নিয়ে।
কাঞ্চন মল্লিকের হঠাৎ দীর্ঘ বিবাহিত জীবনের ইতি ঘটিয়ে ফের নতুন করে বিয়ে এবং তার জাঁকজমকপূর্ণ আয়োজন যেনো সোশ্যাল মিডিয়ার মানুষ সঠিকভাবে নেননি৷ কিন্তু তাতে কোনো পরোয়া করেন না শ্রীময়ী ও কাঞ্চন। তারা নিজেদের জীবন নিজেদের মতন সাজিয়ে নিয়েছেন। বর্তমানে তাদের সংসারে নতুন সদস্য এসেছে। তাকে নিয়ে মেতে রয়েছেন স্বামী ও স্ত্রী।
মেয়ে হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় কাঞ্চন হাত জোর করে একটি পোস্ট করে সকলের কাছে আবেদন করেন যেনো তাদের সদ্যোজাতের উপর কেউ কটাক্ষ না করেন। এদিকে মেয়ে হওয়ার পর শ্রীময়ী যেনো ব্যস্ত হয়ে পড়েছেন। মেয়েকে নিয়ে সর্বক্ষণ সময় কাটে তার। মেয়েকে খাওয়াতে এবং তার যত্ন করতে গিয়ে শ্রীময়ী অনেকটা হালকা হয়ে গিয়েছেন।
শ্রীময়ী জানাচ্ছেন, ছোটো মেয়েকে সামলানো খুব কঠিন বিষয়। সন্তান জন্ম হওয়ার পর সারা রাত জেগে ব্রেস্ট ফিডিং করাতে হচ্ছে। সবমিলিয়ে খুব কঠিন সময় যাচ্ছে তার। অভিনেত্রীর কথায়, তিনি খেতে খুব ভালোবাসেন। কিন্তু বর্তমানে তাকে তার চিকিৎসক বাইরের খাবার খেতে নিষেধ করেছেন। সর্বদা চিকিৎসকের পরামর্শ নিয়ে চলছেন তিনি।
শ্রীময়ী জানান, “যেহেতু আমি ব্রেস্ট ফিডিং করাই তাই আমি উল্টোপাল্টা কিছু খেলে বাচ্চার উপর প্রভাব পড়বে। একদিন বিরিয়ানি খেয়েছিলাম ওর শরীর খারাপ হয়ে গিয়েছিল। তবে আমায় বাইরের খাবার খেতে একেবারে মানা করা হয়েছে। কিন্তু তাও আমি লোভে পড়ে খেয়ে নিচ্ছি।” তিনি আরও জানান, আগে তার ওজন ছিল ৯০ কেজি, যা বর্তমানে ৮ কেজি কমে ৮২ কেজি হয়েছে।