স্বামীর দিকে তাকিয়ে দুষ্টু-মিষ্টি অঙ্গভঙ্গি করছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ! সম্প্রতি সেই ভিডিও ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। বর্তমানে একটু বেশি পার্টি অ্যাটেন্ড করছেন এই অভিনেত্রী। স্বামীর সাথে মিলে তাকে বিভিন্ন অনুষ্ঠান বা প্রমোশনে দেখা যাচ্ছে।
সম্প্রতি সেরকমই ‘রক্তবীজ ২’ সিনেমার প্রি-রিলিজ পার্টিতে হাজির হয়েছিলেন দু’জনে। তবে তার আগে বাড়িতে একটি নিজস্ব ভিডিও তৈরি করেছিলেন। যেখানে দেখা যায় বিভিন্ন ভঙ্গিতে পোজ দিচ্ছেন তিনি। এরইমাঝে হঠাৎ করে স্বামীর উদ্দেশ্যে বিশেষ ইঙ্গিতও করে ফেলেন। ক্যাপশনে লেখেন, ‘হঠাৎ করে এই মুহূর্ত তৈরি হয়ে গিয়েছে।’
এদিন তার পরনে ছিল একটি মেরুন রংয়ের অফ শোল্ডার পোশাক। অন্যদিকে এই একই রঙের শার্ট পরে পার্টিতে হাজির হয়েছিলেন কাঞ্চন। তবে শ্রীময়ীকে এই পোশাকে দেখে মোটেই খুশি হননি নেটিজেনরা। বিভিন্ন কটাক্ষে ভরিয়ে তুলেছেন। এমনকি হাতি ও জলহস্তীর সাথেও তার তুলনা করা হয়েছে।
তবে সেসব নিয়ে কখনোই মাথা ঘামাননা তিনি বরং অনুষ্ঠানে গিয়ে বেশ আত্মবিশ্বাসের সাথে পোজ দিয়েছেন ক্যামেরার সামনে। কখনো অঙ্কুশের সাথে দাঁড়িয়ে ছবি তুলেছেন আবার কখনও মিমির সাথে গসিপে মেতে উঠেছেন। সবমিলিয়ে বলতে গেলে স্বপ্নের জীবনযাপন করছেন শ্রীময়ী।
উল্লেখযোগ্য, খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘রক্তবীজ ২’ সিনেমা। যেখানে অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে সিনেমার প্রচার কাজ। এমনকি প্রি-রিলিজ অনুষ্ঠানও সম্পন্ন হয়েছে। এখন এটাই দেখার পালা ‘দেবী চৌধুরানী’ ও ‘রঘু ডাকাত’এর সাথে কতটা লড়াই করতে পারে ‘রক্তবীজ ২’।