Sreemoyee: কালীপুজোয় ভোগ রান্না করতে পারেননি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ মল্লিক, সে কারণে দুঃখ প্রকাশ করলেন মিডিয়ার সামনে। অনেকেই জানেন বাড়ির প্রত্যেক পুজোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এই অভিনেত্রী। ঠাকুরের সমস্ত কিছু জোগাড় করা থেকে শুরু করে ভোগ রান্না সবটা নিজের হাতে করতেই পছন্দ করেন তিনি।
তবে এবার তেমনটা হয়নি, যার কারণ তিনি নিজেই জানিয়েছেন সকলকে। এদিন যখন তাকে ঠাকুরের ভোগ রান্না করার বিষয়ে প্রশ্ন করা হয় তিনি বলেন, ‘আমার মেয়ের এখনও এক বছর বয়স হয়নি। তাই কাকিমা-মা ওরা বলেন এক বছর না হলে ঠাকুরের কোনো ভোগ রান্না করা যায় না। সে কারণেই আমি করতে পারিনি।’
একইসাথে তিনি এও বলেন বিয়ের পর তিনি এখনও দীক্ষা গ্রহণ করতে পারেননি ওই একই কারণে। আসলে এই সমস্ত নিয়ম-কানুন তিনি বেশ ভালোমতোই মেনে চলেন। তাইতো বড়োদের পরামর্শ অবজ্ঞা করেন না কখনোই। তারা যেমনটা বলেন তেমনভাবেই জীবনে চলতে পছন্দ করেন তিনি।
তবে ঠাকুরের ভোগ রান্না না করলেও দীপাবলিতে কিন্তু চুটিয়ে মজা করেছেন ওই অভিনেত্রী। স্বামী কাঞ্চন ও মেয়েকে নিয়ে প্রদীপ জ্বালানো থেকে শুরু করে বাজি পোড়ানো সবটাই করেছেন হৈ হৈ করে। পরিবারের সকলের সাথে এই শুভ অনুষ্ঠানে দারুণভাবে মেতে উঠেছিলেন তিনি।
সেসব ছবি ও ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। আসলে তাকে নিয়ে যতই সমালোচনা বা কটাক্ষ করা হোক না কেন নিজের জীবন কিন্তু ভরপুর উপভোগ করছেন তিনি। কখনোই কোনো বিষয়ে তোয়াক্কা করেন না। নিজের মতো বাঁচতে পছন্দ করেন সবসময়।
#Sreemoyee #Kanchan #Diwali