হাসপাতালে হেনস্থার শিকার কাঞ্চন-শ্রীময়ী! ডাক্তারদের নাম উল্লেখ করে ক্ষোভ প্রকাশ অভিনেত্রীর

সবকিছুতে রাজনীতির নোংরা রং না লাগানোর অনুরোধ করলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ মল্লিক। একইসাথে তাদের সাথে কী কী ঘটনা ঘটেছে সে বিষয়েও জানালেন সকলকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শ্রীময়ী এবং কাঞ্চনকে নিয়ে বেশ চর্চা চলছে। অনেকেই বলেছেন তারা নাকি রাজনৈতিক প্রভাব খাটিয়ে পরিষেবা লাভ করেন।

তবে সেই বিষয়ে মুখ খুলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে শ্রীময়ীকে বলতে শোনা যায়, ‘আমি অনেক রাত্রে এই ভিডিওটি বানাতে বাধ্য হচ্ছি। আমরা আমার ৮৬ বছর বয়সী দিদাকে নিয়ে একটি হাসপাতালে গিয়েছিলাম। তার বাঁচার কথাই ছিল না, চিকিৎসকেরা এতো ভালো পরিষেবা দিয়েছেন যে তাকে আমরা ফিরিয়ে এনেছি।’

‘তার এক মাস পরে চেকআপ করার কথা ছিল। সেই মতো আমরা যখন সেখানে যাই আমাদের সাথে বেশ কিছু ঘটনা ঘটে। আমি সাধারণ মানুষের মতোই টিকিট কেটে লাইনে দাঁড়িয়েছিলাম। তবে আউটডোরে যাওয়ার পরই এক ডাক্তার আমাদের সাথে চিৎকার করে কথা বলতে শুরু করেন। আমি ও কাঞ্চন তাকে জিজ্ঞেস করি তিনি কোনো কারণে বিরক্ত কিনা।’

‘তবে তার উত্তরে তিনি বলেন তিনি দিনে হাজার হাজার রোগী দেখছেন। এরপর পাশে থাকা অন্য এক ডাক্তারবাবু আমাদের সমস্যার সমাধান করেন’ অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। সজল ঘোষ এই বিষয়ে যে সব কথা বলেছেন তারও উত্তর দিয়েছেন শ্রীময়ী। বলেন, ‘সবকিছুতে রাজনৈতিক রং লাগাবেন না। আপনার বাড়িতেও মা, বোন আছে। তাদের সাথে এরকম কিছু হলে কী করতেন?’

শ্রীময়ী জানান তারা সাধারণ মানুষ হিসেবেই পরিষেবা নিতে গিয়েছিলেন, এখানে রাজনীতির কোনো জায়গা নেই। যদি সেরকমই তারা প্রভাব খাটাতেন তাহলে চেম্বারে গিয়েও দেখাতে পারতেন। চিকিৎসা পরিষেবা এমন একটা জায়গা যেখানে কোনো রাজনৈতিক দল দেখা উচিত নয়, সেখানে সবাই সমান। সবমিলিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।

error: Content is protected !!