৭১ তম জাতীয় পুরস্কারে ভূষিত হলেন বলিউড ‘বাদশা’ শাহরুখ! খুশির জোয়ার পরিবারে

দীর্ঘ ৩০ বছরের অপেক্ষার অবসান, অবশেষে জাতীয় পুরস্কার পেলেন বলিউডের হার্টথ্রব শাহরুখ খান! ২৩শে সেপ্টেম্বর মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু তার হাতে এই বিশেষ পুরস্কার তুলে দিয়েছেন। ইতিমধ্যেই শুভেচ্ছাবার্তার বন্যা বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। গত তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডের রাজত্ব করছেন তিনি।

তবে এখনো পর্যন্ত তার ঝুলিতে কোনো জাতীয় পুরস্কার আসেনি। অন্যান্য পুরস্কার পেলেও এই একটি পুরস্কারের অভাব ছিল তার জীবনে। তবে শেষ পর্যন্ত সেটাও অর্জন করলেন তিনি। নিজের সিনেমারই সেই বিখ্যাত সংলাপ, ‘যদি কোনো জিনিসকে তুমি মন থেকে চাও তাহলে গোটা পৃথিবী সেটা তোমাকে পাইয়ে দেওয়ার ষড়যন্ত্র করে’এর জন্য বাস্তবায়ন করলেন।

‘জওয়ান’ সিনেমার জন্য ৭১ তম জাতীয় পুরস্কার লাভ করেছেন তিনি। যেখানে তার বিপরীতে ছিলেন দীপিকা পাড়ুকোন। তার এই সফলতায় উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা। স্ত্রী গৌরী থেকে শুরু করে কন্যা সুহানা খান সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

এদিন সুহানা বাবার দুটি ছবি পোস্ট করে লেখেন, ‘তুমি সবসময় বলো তুমি কখনোই রূপো জিতবে না, শুধু সোনা হেরে যাবে। কিন্তু এই রূপো সোনাই। তোমার এই মর্যাদাপূর্ণ জাতীয় পুরস্কার পাওয়ায় আমাদের হৃদয় ভীষণ খুশি। অভিনন্দন বাবা, আমরা তোমাকে ভালোবাসি।’

এক কথায় বলতে গেলে দীর্ঘ অভিনয় জীবনে সঠিক মর্যাদা পেলেন শাহরুখ। উল্লেখযোগ্য, আপাতত তিনি ব্যস্ত রয়েছেন তার আগামী সিনেমা ‘কিং’ নিয়ে। যেখানে তার সাথে অভিনয় করবেন কন্যা সুহানা। এছাড়াও সম্প্রতি দীপিকা পাড়ুকোন তাদের নতুন সিনেমার কথা ঘোষণা করেছেন।

আরও পড়ুন,
শেষ হল অন্তেষ্টিক্রিয়া, নিঃসন্তান জুবিনের মুখাগ্নি করলেন কে?

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক