শিল্পপতির কন্যার বিয়েতে তারকার নাচ, পুরনো মন্তব্যে রণবীর কপূরকে ঘিরে বিতর্ক

উদয়পুরে বসেছে মার্কিন-নিবাসী ভারতীয় শিল্পপতি রমা রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার রাজকীয় বিয়ের আসর। উদ্যোগপতি ভামসি গাদিরাজুকে বিয়ে করছেন নেত্রা, আর সেই মহাধুমধামের বিয়ের অনুষ্ঠানে নজর কেড়েছে বলিউডের একঝাঁক তারকা।

বিয়ের আসর যেন একপ্রকার মিনি-আইফা! মঞ্চ কাঁপাতে দেখা গিয়েছে রণবীর সিংহ, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কপূর, কृति সেনন, জ্যাকলিন ফার্নান্ডেজ়, নোরা ফতেহি, শাহিদ কপূরকেও। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দিয়া মির্জা, সোফি চৌধুরী ও কর্ণ জোহর। ঝলমলে লাইট, রাজকীয় সাজ আর তারকাদের নাচ—পুরো অনুষ্ঠানকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে তুলেছে।

কিন্তু বিতর্ক উসকে দিল রণবীর কপূরের পুরনো মন্তব্য

এমন তারকা-ভরা নাচের আসরের মধ্যেই ফের সামনে এসেছে রণবীর কপূরের বহু বছর আগের একটি মন্তব্য। তখন অভিনেতা জানিয়েছিলেন—বিয়েবাড়ির অনুষ্ঠানে নাচলে তাঁর সম্মানহানি হয়।

রাহার বাবা সেই সময়ে বলেছিলেন,

> “বিয়েতে আমি নাচব না। আমি কোন পরিবার থেকে এসেছি সেটা মাথায় থাকে। যাঁরা নাচেন তাঁদের বিরোধিতা করি না, কিন্তু আমার মূল্যবোধের সঙ্গে এটা যায় না।”
আরও যোগ করেছিলেন, তারকাদের বিয়ের অনুষ্ঠানে নাচের সময় অনেকেই মদের গ্লাস হাতে নানা মন্তব্য করেন—যা তিনি নিজের ও পরিবারের জন্য অসম্মানজনক মনে করেন।

একই শিল্পপতির ছেলের বিয়েতে?

চর্চা আরও তীব্র হয়েছে কারণ এই মন্তব্যের বছর কয়েক পর—গত জুলাইয়ে অনন্ত অম্বানীর বিয়েতে রণবীর কপূর ও আলিয়া ভট্ট দু’জনকেই জমিয়ে নাচতে দেখা যায়।
তখন তাঁর সমালোচকরা প্রশ্ন তুলেছিলেন—“তাহলে সম্মানবোধ কোথায় গেল?”
যদিও সেই নাচ প্রসঙ্গে এখনও পর্যন্ত রণবীরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে পুরনো মন্তব্যের সঙ্গে সাম্প্রতিক কর্মকাণ্ডের অমিল সোশ্যাল মিডিয়ায় নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

বিয়েতে নাচ—অসম্মান নাকি পেশাদারিত্ব?

বলিউডের অনেকেই দীর্ঘদিন ধরে বিদেশি ও ভারতীয় বড় বড় বিয়েতে নাচেন—হোন তিনি শাহরুখ খান, সালমান, অক্ষয় বা মাধুরী দীক্ষিত। কারও কাছে এটি পেশাদার কাজ, কারও মতে গ্ল্যামারের অংশ।
কিন্তু রণবীর কপূরের ‘সম্মানহানি’ মন্তব্য আবারও প্রশ্ন তুলেছে—
তারকারা বিয়েতে নাচলে কি সত্যিই সম্মান কমে? নাকি এটা স্রেফ ব্যক্তিগত মূল্যবোধ?
উদয়পুরের এই রাজকীয় বিয়ে যেমন আলোচনায়, তার চেয়েও বেশি নজর এখন রণবীরের অতীত মন্তব্য বনাম বর্তমান বাস্তবতার দিকে।

আরও পড়ুন
কসবার বাড়ি থেকে উদ্ধার টলিউডের জনপ্রিয় চিত্রগ্রাহক ভিকির ঝুলন্ত দেহ, ৪০-এ শেষ হল পথচলা

বিয়ের ঝলক যেমন ভাইরাল, তেমনই ভাইরাল হয়েছে এই বিতর্কও।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক