দীর্ঘক্ষণ এসি-র হওয়া খাচ্ছেন? অজান্তেই ডেকে আনছেন বিপদ

Staying in AC for a long time? Unknowingly bringing danger

দীর্ঘক্ষণ এসি-র হওয়া গায়ে লাগালে কি সমস্যা হয়?

প্রবল গরমের দাপটে নাজেহাল বঙ্গবাসী। এই গরমে সাময়িক স্বস্তির জন্য সকলের প্রথম পছন্দ এয়ার কন্ডিশনার। সাময়িক ঠান্ডা বাতাস গরমের এই কাঠপোড়া রোদে শরীরকে স্বস্তি দেয়। কিন্তু এয়ার কন্ডিশনার যেমন স্বস্তি দেয় তেমনই এর রয়েছে কিছু নেতিবাচক দিক। আর তা নিয়েই আলোচনা রইল আজকের প্রতিবেদনে।

দীর্ঘক্ষণ এসি ব্যবহার করলে কি হয়?

গরম পড়তে না পড়তে পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রিতে। কোনো কোনো দিন সেই মাত্রা আরও বেড়ে যাচ্ছে। এইসময় দুপুর ও রাত্রে শান্তিতে ঘুমানোর জন্য এয়ার কন্ডিশনারের তলায় আশ্রয় পেতে চাইছে সকলে। দীর্ঘক্ষণ এসি ব্যবহার করলে রয়েছে এর একাধিক খারাপ দিক। দীর্ঘক্ষণ এসি ব্যবহার করলে আপনার চোখ, ত্বক ও শ্বাসনালীর ক্ষতি হতে পারে।

এসি-তে অনেক রোগের সংক্রমণ হয়। এয়ার কন্ডিশনার ঘরের আবহাওয়াকে শুষ্ক করে তোলে। আর এমন শুষ্ক আবহাওয়ায় দীর্ঘক্ষণ থাকলে শরীরে আদ্রতা কমে গিয়ে শুষ্কতা অনুভূত হয়। আর এরফলে দীর্ঘক্ষণ এসির হাওয়ায় ত্বকের আদ্র ভাব নষ্ট হয়ে যেতে পারে ও অস্বস্তি বোধ হতে পারে।

বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দীর্ঘক্ষণ এয়ার কন্ডিশনার ব্যবহার করলে যেকোনো ব্যক্তির অমূল্য সম্পদ চোখ নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ এয়ার কন্ডিশনারের শুষ্ক ও ঠান্ডা হাওয়া অশ্রুনালীকে শুষ্ক করে তোলে। তাই বিশেষজ্ঞর বারংবার সাবধান বাণী দিয়েছেন, প্রয়োজনের তুলনায় বেশি এয়ার কন্ডিশনারে বাস করা উচিত নয়।

আরও পড়ুন,
*Chanakya Niti: টাকা ও নারীর মধ্যে কাকে বেছে নেবেন? জানিয়েছেন চাণক্য
*Recipes: যৌবন বেঁধে রাখবে, পাতে রাখুন এই মাছের রেসিপি