চুল কেটে একী হাল শুভশ্রীর? প্রথম দেখায় চিনতেই পারছেন না ভক্তরা

চুল কেটে নতুন লুক অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর! প্রথম দেখায় তাকে চিনতেই পারেননি ভক্তরা। এই অভিনেত্রী মূলত তার বঙ্গতনয়া রূপের জন্যই বেশি বিখ্যাত। শাড়ি, খোলা চুল, টিপ। এতেই তাকে দেখে স্বাচ্ছন্দ্যবোধ করেন সকলে। তবে এবার সেই লুক পাল্টে ফেলেছেন তিনি।

সামনের দিকে চুল ছোট করে কেটে ফেলেছেন। তাকে দেখতে লাগছে ঠিক পুতুলের মতো। একসাথে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন শুভশ্রী। যা দেখার পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্তরা। কেউ কেউ লিখেছেন তাকে পুরো পুতুলের মতন লাগছে চেনাই যাচ্ছে না। আবার কারো মতে একদমই ভালো লাগছে না তাকে দেখতে।

শুধু তাই নয় এক নেটিজেনমন্তব্য করেছেন যে শুভশ্রী নাকি ঋতাভরীর দেখাদেখি এরকমভাবে চুল কেটেছেন। তার মতে কয়েকদিন বাদে এই লুক আনলে ভালো হতো। এর পাশাপাশি কেউ কেউ আরো বলেছেন যে দুই সন্তানের মা হওয়ার পর এমন সাজ তাকে মোটেই মানায় না।

আরও পড়ুন,শ্রীময়ীর জন্মদিনে তাকে হাতে লেখা চিঠি থেকে প্রিয় চকোলেট উপহার দিলেন কাঞ্চন, মাঝরাতেই হলো জন্মদিনের উদযাপন

তবে আমরা সকলেই জানি এসব মন্তব্য, বা ট্রোলিংকে কখনোই পাত্তা দেন না শুভশ্রী বরং নিজে যেমন পছন্দ করেন তেমন সাজেই নিজেকে তুলে ধরেন সকলের সামনে। এর আগেও একাধিক বার ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয়েছে তাকে। তবে কখনোই সেসব নিয়ে ভেঙে পড়েননি।

উল্লেখযোগ্য, বর্তমানে টলিউডের ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী। কারণ, তাকে যে কোনো চরিত্র দেওয়া হোক না কেন সবটাই ফুটিয়ে তোলেন সুন্দরভাবে। শেষবার তাকে দেখা গিয়েছে ‘গৃহপ্রবেশ’ সিনেমায়। যা বেশ প্রশংসিত হয়েছে ভক্তমহলে। সামনেই মুক্তি পাবে তার দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’, যেখানে শেষবারের মতোন কাজ করেছেন দেবের সাথে।

error: Content is protected !!