Subhasree-Mimi: খুনসুটিতে ভরা ফটোশ্যুটের মুহূর্তগুলো নিয়ে তৈরি ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী! আর তাতেই সেখানে তাকে সঙ্গ দিয়েছেন আরেক অভিনেত্রী মিমি চক্রবর্তী। দীর্ঘদিন এই দু’জনের মধ্যে কথা বলাবলি বন্ধ ছিল। আসলে রাজ চক্রবর্তীর সাথে সম্পর্ক নিয়ে মনোমালিন্য ছিল দু’জনের।
একজন রাজের প্রাক্তন প্রেমিকা অন্যজন বর্তমান স্ত্রী। ফলস্বরূপ কিছুটা দূরত্ব রয়েই যায়। তবে সেসব পেরিয়ে ভালো বন্ধু হয়ে উঠেছেন এই দু’জন অভিনেত্রী। সম্প্রতি একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজও করেছেন তারা। তারই ফটোশ্যুটের কয়েক ঝলক দিয়ে তৈরি ভিডিও তৈরি করেছেন শুভশ্রী।
বিনোদন
মাত্র ৫১ বছর বয়সে প্রয়াত আমেরিকান শিল্পী ডি’অ্যাঞ্জেলো
যেখানে তার সেই চিরাচরিত হাসি দেখা গিয়েছে মেকআপ রুমের ভেতরে। একের পর এক পোশাক পরে ফটোশ্যুট করতে দেখা গিয়েছে তাকে। আবার কখনো মিমির সাথে হাসিতে মেতে উঠেছেন। সবমিলিয়ে বলতে গেলে দু’জনে মিলে দারুণ সময় উপভোগ করেছেন।
বিনোদন
প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মধুমতী, দিলীপ কুমার থেকে ধর্মেন্দ্র— সকলের সঙ্গেই করেছেন অভিনয়
যা তিনি ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এই ভিডিও দেখার পর নানান মন্তব্য করতে দেখা গিয়েছেন নেটিজেনদের। কেউ কেউ বলেছেন হঠাৎ করে এই দু’জনের এতো বন্ধুত্ব হয়ে গেল কী করে? আবার কেউ কেউ কটাক্ষ করতেও ছাড়েননি। তবে সেসব বিষয় নিয়ে মোটেই মাথা ঘামান না এই দু’জন।
আপাতত ব্যস্ত রয়েছেন নিজেদের কাজ নিয়ে। মিমিকে শেষবার দেখা গিয়েছে ‘রক্তবীজ ২’ সিনেমায়। যেখানে তিনি ছাড়াও অভিনয় করেছেন আবীর চ্যাটার্জি, অঙ্কুশ হাজরা, কৌশানী মুখার্জী। অন্যদিকে শুভশ্রীকে দেখা যাবে ‘হইচই’এর ‘অনুসন্ধান’ নামক ওয়েবসিরিজে।
বিনোদন
৬৮ বছর বয়সে প্রয়াত পঙ্কজ ধীর, কান্নায় ভেঙ্গে পড়েছেন অভিনেতার স্ত্রী, শেষযাত্রায় উপস্থিত ছিলেন সলমন
