বিখ্যাত পরিচালক অনুরাগ বসুর কাজ প্রত্যাখ্যান করেছেন শুভশ্রী! চমকে দেওয়া তথ্য সোশ্যাল মিডিয়ায়

বিখ্যাত পরিচালক অনুরাগ বসুর কাজ প্রত্যাখ্যান করেছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী! সম্প্রতি সেই তথ্যই উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যা রীতিমতো চমকে দিয়েছে সকলকে। কারণ, যেই পরিচালকের সাথে কাজ করার জন্য একপ্রকার মুখিয়ে থাকেন শিল্পীরা, সেখানে কীভাবে শুভশ্রী তা প্রত্যাখ্যান করলেন?

আসুন তাহলে বিষয়টি খোলসা করেই জানা যাক। সম্প্রতি একটি সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন শুভশ্রী। সেখানে তাকে তার কেরিয়ারের প্রথম ধাপের কথা জিজ্ঞেস করেন সঞ্চালক। তার উত্তরেই বেশ কিছু তথ্য তিনি দিয়েছেন দর্শকদের। তিনি যখন প্রথম কেরিয়ার শুরু করেছিলেন তখন একবার অনুরাগ বসুর সাথে সাক্ষাৎ হয়েছিল।

তিনি বলেন, ‘একটি প্রতিযোগিতায় বিচারকদের মধ্যে ছিলেন অনুরাগ বসু। সেখানে বিজয়ীর নাম ঘোষণা করার পর তিনি আমাকে পার্কস্ট্রিটে ডেকে পাঠান। সেখানে বলেন তিনি একটি হিন্দি সিরিয়াল তৈরি করতে চলেছেন ও প্রধান চরিত্রের জন্য আমার কথা ভেবেছেন।’ তবে তা সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন শুভশ্রী।

অভিনেত্রী বলেন, ‘আমি প্রথম দিন থেকে না বলতে শিখেছিলাম ভালো। অনুরাগদা যখন আমাকে এ কথা বলেন তখন আমার জন্য বিষয়টা বেশ অন্যরকম ছিল। কারণ, আমি সিনেমা করতে এসেছিলাম। সিরিয়াল করতে নয়। এই বিষয়টি আমি তাকে সরাসরি বলেছিলাম।’ তবে তা শুনে কিন্তু বিরক্ত হননি পরিচালক।

কারণ, তিনি নাকি উত্তরে বলেন, ‘তুমি অনেক দূর যাবে। তুমি আমাকে প্রথমেই না বললে তো তুমি অনেক দূর যাবে। এখন আমার কাছে কোনো সিনেমা নেই। তবে থাকলে আমি তোমাকে অবশ্যই জানাবো।’ আসলে শুভশ্রী প্রথম দিন থেকেই নিজের লক্ষ্য স্থির করে নিয়েছিলেন। আর তাতে সফলও হয়েছেন।

error: Content is protected !!