বর্ধমান মানেই মিহিদানা, সীতাভোগ এবং শুভশ্রী! এমনটাই জানালেন স্বয়ং এই অভিনেত্রী। সম্প্রতি সেই ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যা রীতিমতো ভাইরাল। সকলেই জানেন বর্ধমানের সাধারণ পরিবারের মেয়ে শুভশ্রী নিজের পরিশ্রমের দ্বারা নাম করে নিয়েছেন টলিউডে।
তবে কখনোই পুরনো শহরের কথা ভোলেননি তিনি। নিজের সম্পর্কে বলতে গেলে সব সময় তিনি এটাই বলেন তিনি বর্ধমানের মেয়ে। সম্প্রতি নিজের এলাকায় হাজির হয়েছিলেন তিনি। হয়তো অনেকেই জানেন শীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেরকম একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বর্ধমানে। সেখানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। মঞ্চে উঠে তিনি বলেন, ‘আমি সবসময় বর্ধমানের মেয়ে, আমার এই পরিচয় সবসময় থাকবে।’ এরপর অনুষ্ঠানের সঞ্চালক তাকে সীতাভোগ এবং মিহিদানা তুলে দেওয়ার সময় বলেন ‘বর্ধমান মানেই সীতাভোগ, মিহিদানা।’
এরপর তার কথা কেড়ে নিয়ে শুভশ্রী বলেন, ‘আর শুভশ্রীও।’ এরপর শেষ সঞ্চালক হাসিমুখে বলেন, ‘হ্যাঁ বর্ধমান মানে সীতাভোগ, মিহিদানা এবং শুভশ্রী।’ তার এই ভিডিওটি বেশ পছন্দ করেছেন নেটিজেনরা। প্রত্যেকের মুখে একটাই কথা জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েও কখনোই নিজের উৎস ভুলে যাননি অভিনেত্রী।
সুযোগ পেলেই পৌঁছে যান নিজের বাড়িতে। দুর্গাপুজো-সহ বিভিন্ন পূজোতে বর্ধমানে দেখা যায় অভিনেত্রীকে। আসলে কাজের ব্যস্ততা থাকা সত্ত্বেও পরিবারের জন্য সবসময় সময় রাখতে দেখা যায় তাকে। এই যেমন প্রত্যেক রবিবারগুলোতে ছেলেমেয়েকে নিয়ে বেরিয়ে পড়েন এদিক-ওদিক। এছাড়াও রাজের সাথে মিষ্টি মুহূর্ত কাটাতে ভোলেন না।
আরও পড়ুন,
*বিদেশ সফরে ১৪ দিনের বেশি সাথে থাকতে পারবেন না পরিবারের সদস্যরা! কঠোর নিয়ম আনলো বিসিসিআই