লাল বলের ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে বড় আপডেট দিলে সূর্য কুমার

kmc 20240827 143131 M9eX5wwY8u

ইন্ডিয়ান ক্রিকেট টিমের এক অন্যতম প্রতিভা সম্পন্ন প্লেয়ার সুরিয়া কুমার যাদব। ইন্ডিয়ান ক্রিকেট টিমের একজন দক্ষ প্লেয়ার সুরিয়া কুমার যাদব। আমরা দেখেছি ২৯ শে জুন টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে শেষ ওভারে সূর্য কুমার যাদবের অসামান্য ক্যাচিং। জানা যাচ্ছে যে টেস্ট ক্রিকেটের প্রত্যাবর্তন করতে পারে সুরিয়া কুমার যাদবের।

ভারতীয় টিমের অধিনায়ক সুরিয়া কুমার যাদব বলেছেন উনি বেশ কিছুদিন ক্রিকেট থেকে দূরে ছিলেন তো এখন আবার ফরমেটে ফিরে আসা এই ফরমেটটা তার কাছে খুবই চ্যালেঞ্জিং। তিনি আরো বলেছেন এখানে সবসময় এক পা বাড়িয়ে রাখতে হয়। এখানে টি-টোয়েন্টি ম্যাচের মত ব্যাটিং করলে হবে না।

সবসময় স্থির থাকতে হবে এবং সেই পথে চলতে হবে এমনটাই তাকে বলতে শোনা যায়। তার প্র্যাকটিস সেশন চালু রাখতে হবে এবং তার মাধ্যমে তার নিজের খেলার উন্নতি করতে হবে। তিনি বলেছেন মাঠে গিয়ে বেশি কিছু ভাবলে হবে না, হাতে যা আছে তা দিয়ে অনুশীলন করতে হবে এবং সঠিক পথে অনুশীলন চালিয়ে যেতে হবে।

তিনি আরো বলেছেন অনেক ক্রিকেটার রাই টেস্ট দলের সুযোগ পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন তিনিও এই টেস্ট দলের সুযোগ পেতে চান। তার অভিষেকের পরে এসে চোট পেয়ে যায় এবং অনেক ক্রিকেটাররা এই সুযোগ কাজে লাগিয়েছেন।

বলেছেন তার হাতে সবকিছু নেই তাই তাকে সঠিকভাবে প্রস্তুত থাকতে হবে। যেটা তার হাতে রয়েছে সেটা হলো দলীপ ট্রফি ও বুচিবাবু টুর্নামেন্ট। আপাতত এটাই চলবে এবং পরে যা হবে তা দেখা যাবে এমনটাই বলেছেন ভারত ক্রিকেট টিমের অধিনায়ক সুরিয়া কুমার যাদব। ৫ই সেপ্টেম্বর থেকে শুরু দলিপ ট্রফি এবং তারপর বুচি বাবু টুর্নামেন্টও খেলবেন সূর্য।

আরও পড়ুন,
*চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফরে যাবে ভারত? কী জানালেন কুলদীপ?