‘যাদের খুশি করতে আমাকে আমার দেশ থেকে বের করে দেন’, শেখ হাসিনাকে অতীত মনে করালেন তসলিমা

গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর গোটা দেশের মানুষ রাজপথে নেমে এসেছেন। দেশ জুড়ে চলছে চূড়ান্ত অরাজনৈতিকতা। এরই মাঝে বাংলাদেশের হাসিনা সরকারকে নিয়ে সমালোচনায় সামিল হলেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। তিনি একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্ট করে বাংলাদেশের বর্তমানের পরিস্থিতির জন্য হাসিনার সরকার কতটা দায়ী তা বারংবার উল্লেখ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় তসলিমা নাসরিনের পোস্ট

Screenshot 20240807 0457592 ANnoWLo26A

সোশ্যাল মিডিয়ায় তসলিমা লেখেন, “হাসিনা ইসলামিক মৌলবাদীদের খুশি করার জন্য ১৯৯৯ সালে যখন আমি আমার মাকে মৃত্যুশয্যায় দেখতে বাংলাদেশে প্রবেশ করি তখন আমাকে আমার দেশ থেকে বের করে দেয় এবং আমাকে আর কখনও দেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। সেই ইসলামিক মৌলবাদীরা ছাত্র আন্দোলনে জড়িত, যারা হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে।”

তসলিমা নাসরিনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার পর তিনি ভারতে এসে থাকতে শুরু করেন। অপরদিকে গত সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর বর্তমানে ভারতে রয়েছেন। যদিও শেখ হাসিনার বর্তমান অবস্থার জন্য তাকেই দায়ী করেছেন তসলিমা। লেখিকার কথায়, শেখ হাসিনা ইসলামী মৌলবাদীদের বিকাশ ঘটতে সাহায্য করেছেন। তিনি নিজের লোকদের দুর্নীতিতে জড়িয়ে পড়তে দিয়েছেন।

আরও পড়ুন,
*উত্তপ্ত বাংলাদেশ, নিখোঁজ ফেরদৌস! সন্ধান মিলল কী?

বর্তমান বাংলাদেশের পরিস্থিতির জন্য শেখ হাসিনাকে দ্বায়ী করলেন তসলিমা

prothomalo bangla 2023 09 a1b5373e a5d4 4dd5 855f 079c611b775f Sheikh Hasina 5t8JNQeL60
শেখ হাসিনা

সোশ্যাল মিডিয়ায় বর্তমান বাংলাদেশের পরিস্থিতি ও শেখ হাসিনার বর্তমান অবস্থার জন্য তাকেই দ্বায়ী করলেন লেখিকা তসলিমা নাসরিন। এদিকে গত সোমবার প্রধানমন্ত্রী পদ ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। শোনা যাচ্ছে, তিনি বর্তমানে ভারতে রয়েছেন। এদিকে গোটা বাংলাদেশ জুড়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। উত্তেজিত জনতা প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে লুঠ করেছে।

এর পাশাপাশি আওয়ামি লিগের একাধিক মন্ত্রীর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বাংলাদেশের হিন্দু মন্দির ভাঙচুর ও হিন্দু ধর্মের মানুষদের উপর আক্রমণ নেমে এসেছে। গোটা দুনিয়ার নজর এখন বাংলাদেশের দিকে রয়েছে।

আরও পড়ুন,
*সিঁথিতে সিঁদুর পরা নিয়ে চাঁচাছোলা আক্রমণ ঋষি কৌশিকের, কী জানালেন মহিলারা?

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক