এবার টি২০ বিশ্বকাপ জয়ের পর মাঠে কাপ হাতে পিছনে তিরঙ্গা নিয়ে ছবি তুলেছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এমনকি এই দুই কিংবদন্তি প্যারেডের সময়ও মেরিন ড্রাইভেও একসঙ্গে ট্রফি হাতে নিয়ে ছবি তোলান। ওয়াংখেড়ে স্টেডিয়ামে অন্যথা হলো না, ভিক্ট্রি ল্যাপ নেওয়ার সময়ও একে অপরের পিছনেই দেখা গেল বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে।
वंदे मातरम 🇮🇳 pic.twitter.com/j5D4nMMdF9
— BCCI (@BCCI) July 4, 2024
একসঙ্গে সঙ্গে ‘বন্দে মাতরম’-এর সুরে গলা মেলাতেও দেখা গিয়েছে তাঁদের। তবে রোহিত-বিরাটদের সাথে ‘বন্দে মাতরম’ গানে তখন গলা মেলান অগুনতি ক্রিকেটপ্রেমীরা। ভিক্ট্রি ল্যাপে তখন সামনের সারিতে হার্দিক পাণ্ডিয়া। একটু পেছনে রয়েছেন জসপ্রীত বুমরা।
Why do we have a 10 am local time start?
Why do we always cater to the Indian audience?
Why does India have a greater share of revenue?
Why does India control the game?Well, I will answer all of this with just one picture https://t.co/ffTjkPQUnt
— Guru Gulab (@madaddie24) July 4, 2024
টি২০ বিশ্বকাপ জয়ের পর হারিকেন বেরিলের কারণে ক্যারিবিয়ানেই গত কেকদিন আটকে ছিল ভারতীয় ক্রিকেট দল, গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেছেন রোহিতরা। ভোরে দিল্লিতে পা রাখেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তিরা। আইটিসি মৌর্য হোটেলে কেক কাটা হয়। এর পর পর ট্রফি সমেত গোটা দল পৌঁছয় প্রধানমন্ত্রীর বাসভবনে। মোদীজির সাথে কথা বার্তা সেরে বিশ্বজয়ী ক্রিকেটাররা মুম্বইয়ে আসেন। সেখানে অর্থাৎ মুম্বাই বিমানবন্দরে ওয়াটার ক্যানেন সেলুট দেওয়া হয় বিরাট-রোহিতদের বিমানকে।