গরমের দাপট বেহাল, ঘরোয়া ২ জিনিসেই ত্বক হবে দুধের মত ফর্সা

The power of heat is bad, the skin will be fair like milk in 2 household things

গরমের দাপট বেহাল অবস্থা সকলের। অফিস ও বাড়ি আসাযাওয়া করতে গিয়েই দিনের বেশিরভাগ সময় পার হয়ে যাচ্ছে। এমনকি নিজেকে পরিচর্যা করার সময়ও মিলছে না। এর পাশাপাশি বাইরে দূষণ, অনিয়মিত খাওয়াদাওয়া, পর্যাপ্ত জল না খাওয়ার ফলে ত্বকের একাধিক সমস্যার সৃষ্টি হচ্ছে। আর এই সমস্যা থেকে নিজেকে বাঁচাতে অনেকেই সপ্তাহান্তে পার্লারে হানা দেন।

এক গুচ্ছ অর্থ খরচ করেও ঠিক হচ্ছে না কোনোকিছু। কিন্তু এত টাকা খরচ করার দরকার পড়ে না। যদি হাতে থাকে অল্প সময় তাহলে ঘরে থাকা সাধারণ জিনিস দিয়েই তৈরি করা যাবে ফেস প্যাক যা ত্বকে ম্যাজিকের মতন কাজ করবে। যেমন অনেকসময় ঘরে থাকা আলু, পেঁয়াজ দিয়েই এমন ফেস প্যাক বানিয়ে নেওয়া যায় যা ত্বকের উপকারে আসে।

গরমের দাপটে ত্বকের আদ্রতা হারাতে থাকে। ত্বক রুক্ষ ও শুষ্ক হতে শুরু করে। ত্বক হয়ে ওঠে প্রাণহীন। আর এরফলে ত্বকের ঔজ্জ্বল্য যেমন নষ্ট হয় তেমনই শরীরের গ্ল্যামার হারাতে থাকে। গরমে অতিরিক্ত ঘামে ত্বকের ছিদ্রগুলি ভরাট হতে থাকে। এরফলে ত্বক শুষ্ক ও প্রাণহীন হয়ে পড়ে। তাই ঘরে থাকা আলু ও পেঁয়াজ দিয়েইএক মোক্ষম ফেস প্যাক তৈরি করা সম্ভব যা এই সমস্যা থেকে মুক্তি দেবে।

আলু ও পেঁয়াজ দিয়ে বানানো ফেস প্যাক তৈরির পদ্ধতি –
ফেস প্যাকটি বানানোর জন্য লাগবে আলু, পেঁয়াজ, এক চামচ টক দই, এক চামচ মধু।

প্রথমে একটি পাত্রে একটি আলু ও পেঁয়াজ নিতে হবে। এরপর আলু পেঁয়াজের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। এরপর আলু ও পেঁয়াজের পেস্ট তৈরি করে নিন। পেস্ট হয়ে গেলে এর মধ্যে মধু ও টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর এই প্যাকটি গোটা মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। শুকিয়ে যাওয়ার পর জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। এই ফেস প্যাক কয়েকদিন পর পর ব্যবহার করলে চেহারার হারানো সৌন্দর্য ফিরে পাবেন।

আরও পড়ুন,
*১০০ বছর পর গজকেশরী রাজযোগ! আজ এই কাজ করলেই ঘরে থাকবেন মহালক্ষ্মী
*২০০০ মানুষের চামড়া সংগ্রহ করেছিলেন যিনি