গান লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন মন্ত্রী ইন্দ্রনীল

দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে অক্ষয় তৃতীয়ায়, সেই উপলক্ষে গান লিখলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানের সুরও তাঁরই দেওয়া। অন্যদিকে রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন গানটি গেয়েছেন। গানের সঙ্গে তুলে ধরা হয়েছে জগন্নাথ মন্দিরের বিভিন্ন দৃশ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পাতা ও এক্স হ্যান্ডল থেকে সেই মিউজিক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। কি গান লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

মুখ্যমন্ত্রীর সমাজমাধ্যম পাতা থেকে প্রকাশ করা হয়েছে ‘নয়ন পথগামী জয় জগন্নাথ স্বামী’ গানটি । মিউজিক ভিডিয়োর নাম দেওয়া হয়েছে ‘জয় জগন্নাথ ধাম’। উদ্বোধনের পূর্বে শুক্রবার মন্দিরে মঙ্গল অনুষ্ঠান ও কলসযাত্রার আয়োজন করা হয়েছিল। মঙ্গল ঘট নিয়ে মহিলারা মন্দির প্রদক্ষিণ করেছেন। বাজানো হয়েছে মঙ্গল শঙ্খও। আগামী ৩০ এপ্রিল মন্দির উদ্বোধন ও জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা হবে। তার আগের দিন যজ্ঞের আয়োজন করা হয়েছে । ওই দুই দিন শুধু মন্দির চত্বর নয়, আলোকমালায় সেজে উঠেছে দিঘাও।

এখন দিঘায় কড়া নিরাপত্তা ব‍্যবস্থা। রয়েছে অগ্নি নির্বাপণ ব্যবস্থা। জায়গায় জায়গায় এলইডি স্ক্রিন লাগানো হয়েছে সরাসরি সম্প্রচার দেখার জন্য। এমনকি বিশেষ নজর রাখা হবে যানবাহন ব্যবস্থাতেও।

error: Content is protected !!