ফাইনালে বিজয়ী কারা বেশি টাকা পেল, স্পেন না আর্জেন্তিনা?

একইদিনে অনুষ্ঠিত হল তিনটি খেলা। আর তা অনুষ্ঠিত হলো বিশ্বের তিনটি জায়গায়। আর তাতে যা ফলাফল হল তা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। বিজয়ী দল পেলো অভাবনীয় পুরস্কার। আর সেই তিন খেলা হলো ইউরো, কোপা আমেরিকা ও উইম্বলডনের মেল সিঙ্গেলস। এই খেলায় প্রথম দু’টিতে যে দল জিতবে তাদের সকলের মধ্যে পুরস্কার ভাগ হয়ে যাবে। কিন্তু তৃতীয়টির ক্ষেত্রে বিষয়টি তা নয়।

বরং যিনি চ্যাম্পিয়ন হয়েছেন তার প্রাপ্ত পুরস্কার একান্তই তারই থাকবে। অর্থাৎ সবদিক থেকে এটিই বেশ লাভজনক খেলা। এবার ইউরো ফাইনালে বিজয়ী হয়েছে স্পেন। এবার বিজয়ী দল স্পেনকে উয়েফার তরফে দেওয়া হয়েছে ২৮.২৫ মিলিয়ন ইউরো। যা ভারতীয় মুদ্রায় ২৫৭ কোটি টাকা। ইউরোতে প্রতিটি ধাপ পেরোলে পুরস্কার মূল্য নির্ধারণ করা হয়েছিল।

উয়েফার তরফে ইউরোতে চ্যাম্পিয়ন ও রানার্স-আপদের জন্য বাড়তি পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। ইউরোয় স্পেনের অংশগ্রহণের জন্য দেওয়া হয়েছে ৯.২৫ মিলিয়ন ইউরো। এর পাশাপাশি এই খেলায় প্রি-কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে ওঠার জন্য ১.৫ মিলিয়ন, ২.৫ মিলিয়ন ও ৪ মিলিয়ন ইউরো দেওয়া হয়েছে উয়েফার তরফে। এর পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়ার জন্য আরও ৮ মিলিয়ন বেশি পেয়েছে স্পেন।

এর পাশাপাশি কোপা আমেরিকার খেতাব এবার জিতল আর্জেন্টিনা দল। আর এই খেলায় জিতে আর্জেন্টিনা পেলো ১৮ মিলিয়ন ডলার বা ১৫২ কোটি টাকা। কোপা আমেরিকার খেলায় যোগদান করার জন্য প্রতিটি দলকে দেওয়া হয়েছে ২ মিলিয়ন ডলার৷ এর পাশাপাশি খেলায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর্জেন্টিনা পেয়েছে আরও ১৮ মিলিয়ন ডলার।

অপরদিকে উইম্বলডন মেল সিঙ্গেলস-এ চ্যাম্পিয়ন হয়েছেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। এই খেলায় বিজয়ী হওয়ার জন্য তাকে দেওয়া হয়েছে ২,৭০০,০০০ গ্রেট ব্রিটেন পাউন্ড বা ভারতীয় মুদ্রায় ২৯.২৬ কোটি টাকা। এর পাশাপাশি এই খেলায় চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করার জন্য নোভাক জকোভিচ পেয়েছেন ১,৪০০,০০০ গ্রেট ব্রিটেন পাউন্ড যা ভারতীয় মুদ্রায় ১৭.১৫ কোটি টাকা৷