পুজোর আগে সুন্দরী হতে চান? টোনার ব্যবহার নিয়ে ভুল ধারণা নেই তো

সুন্দর হতে কে না চায়? ত্বককে সুন্দর করতে আমরা কত কিছুই না করে থাকি। ত্বককে গ্লোয়িং করানোর জন্য আমরা টোনার ব্যবহার করে থাকি, টোনার আমাদের ত্বকের ময়লা ভেতর থেকে বের করে ত্বককে উজ্জ্বল করে। তবে এই টোনার এর ব্যাপারে অনেকেই ভুল ধারণা পোষণ করেন, আপনিও কী তাদের‌ই দলে?

অনেক মানুষের ভুল ধারণা যে টোনার ব্যবহার করলে ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যায়। ভুল ধারণা বলছি কারণ টোনার বিভিন্ন কোম্পানির হয় আর বিভিন্ন কোম্পানির টোনারের মধ্যে ভিন্ন ধরনের উপাদান থাকায় প্রত্যেকটি ভিন্ন রকম কাজ করে। ত্বক রুক্ষ হওয়াটা টোনারের ওপরে নয়, অনেকের ত্বক তুলনামূলকভাবে অনেক বেশি রুক্ষ, আবার অনেকের কিছু টোনার স্যুট না করায় তাদের ত্বক খারাপ হয়ে যায়। তাই ত্বকের ধরন বুঝে টোনার ব্যবহার করা উচিত।

অনেকেই মনে করেন ক্নিনজারের পরিবর্তে টোনার ব্যবহার করা যেতে পারে, এটি সম্পূর্ণ ভুল ধারণা। ত্বক বিশেষজ্ঞদের মতে টোনার ত্বকের মৃত কোষ কে পরিষ্কার করে ত্বককে উজ্জ্বল করে, কিন্তু সেটি কখনোই ক্লিনজারের উপকারিতা দিতে পারেনা।

অনেকেরই ভুল ধারণা রয়েছে স্ক্রাবার ব্যবহার না করে শুধুমাত্র টোনার ব্যবহার করলেই ত্বক পরিষ্কার ও উজ্জ্বল থাকে। টোনার আপনার ত্বককে গ্লো ঠিকই করে কিন্তু তাই বলে শুধুমাত্র টোনার ব্যবহার করেই আপনার ত্বক পুরোপুরি মৃত কোষ মুক্ত হয়ে যাবে তা কিন্তু একেবারেই নয়।

টোনারের কাজ হলো, অতিরিক্ত তৈলাক্ত ত্বক থেকে রেহাই দেয় এবং মুখের দাগ দূর করতে সাহায্য করে। কেউ কেউ ভাবেন সেনসিটিভ ত্বকে টোনার ব্যবহার করা উচিত নয়, এটিও একটি ভুল ধারণা কারণ ত্বকের যেমন ভিন্নতা রয়েছে তেমনি ত্বক অনুযায়ী টোনারেরও ভিন্নতা রয়েছে।তাই অবশ্যই নিজের ত্বক অনুযায়ী টোনার ব্যবহার করুন,তাহলে দেখবেন টোনার ব্যবহার নিয়ে ত্বকের আর কোন সমস্যা হবে না।

আরও পড়ুন,
*৪ কাজ করলে যে কেউ আপনার প্রেমে হাবুডুবু খাবে