এবার আর অজয় দেবগন নয় , আসল ‘সিংহম’ অজয় পত্নী কাজল!

বর্তমানে দেখা যাচ্ছে রোহিত শেট্টির যেকোনো পুলিশ সিরিজের সিনেমা মানেই হিট সে যেকোনো হিরো অভিনয় করুক না কেনো। সেই অজয় দেবগনের সিংহম থেকে শুরু হয়েছে এই সিরিজ,এরপর থেকে প্রতিটি সিরিজ হিট। এই কারণে বলিউডের অভিনেতা সর্বক্ষণ এক পা এগিয়ে থাকে।রোহিত শেট্টির পুলিশ সিরিজে ডাক পাওয়ার অপেক্ষায়। অতি শীঘ্রই নতুন একটি পুলিশ সিরিজ মুক্তি পেতে চলেছে যেটায় অভিনয় করেছে অজয় দেবগন, অক্ষয় কুমার রানবির প্রমুখ।

প্রতিটি সিরিজ দর্শকদের মনে একটি আলাদাই দাগ কেটে গেছে ,সেই কারণে রোহিত শেট্টির পুলিশ সিরিজ মানেই ব্লকবাস্টার হবেই। হ্যাপি হোলি বুক থাকে প্রথম দিকে, টিকিট পাওয়া মুশকিল হয়ে পড়ে কয়েকশো কোটি টাকার ব্যবসা করে এই সিরিজ গুলি। অজয় দেবগন অভিনীত নতুন সিরিজটি হল “সিংহম এগেইন”। এই সিরিজে আরো দেখা যাবে দীপিকা পাড়ুকোন, এবং টাইগার শ্রফকে।

কিন্তু তবুও সব কিছুর পর একটি প্রশ্ন থেকেই যায়,এত সিরিজের একটির মধ্যেও কাজলকে দেখা যায়নি। তিনি সিংহমের জীবন সঙ্গিনী মহাসিংহম।কারণ
সিংহামের পত্নী কাজল নিজেই স্বীকার করেছেন তিনিই অজয় দেবগনের আসল জীবনের সিংহাম। যখন কাজল তার নিজের ছবি সম্প্রচারে এসেছিলেন তখন বললেন “আসলি সিংহম তো হাম হে”।

নিশ্চয়ই এর একটি কারণ আছে কারণ সমস্ত গৃহে গৃহিণী হলেন সিংঘাম তার কথাই সমস্ত কার্যকলাপ চলে বাড়ির। ঠিক একই ভাবে অজয় দেবগণের গৃহিনী ও বাড়ির কর্তা মানে আসল সিংহাম, এটাই বোঝানো হয়েছে তার কথার মাধ্যমে

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক