বীরপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক জয়ব্রত ভট্টাচার্য তার কর্মজীবন শুরু করে রাজ্য পুলিশের চাকরি থেকে। ১৯১৯ সালে তিনি পুলিশের চাকরিতে জয়েন করেন, তিনি সেখানে সাব ইন্সপেক্টর এর পদে ছিলেন। একটি চাকরি পেয়ে গেলেও তার ভালোবাসার জায়গা ছিল শিক্ষকতা, তাই পরবর্তীতে তিনি এসএসসি পরীক্ষা দেন। পরীক্ষায় পাশ করে হাই স্কুলের প্রধান শিক্ষক হন, জানা গেছে তিনি শিক্ষারত্ন সম্মান অর্জন করেছেন।
জয়ব্রত বাবুর শিক্ষকতার বয়স প্রায় ২২ বছর, এত বছর তিনি তার স্কুল বীরপাড়াতে যেমন ভালো শিক্ষকতা করছেন তেমনই শিক্ষাকেন্দ্রে অনেক উন্নতি করেছেন, তাই এ বছর তাকে আলিপুরদুয়ার জেলা থেকে শিক্ষারত্ন সম্মান দেওয়া হচ্ছে।
বীরপাড়া হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের সঠিক শিক্ষা দিয়ে শিক্ষিত করাটাই যেন তার জীবনের প্রধান লক্ষ্য। যারা স্কুল ফাঁকি দিয়ে পালিয়ে বেড়ায় তাদেরকে ভালোভাবে বুঝিয়ে স্কুলের ও পড়াশোনার দিকে টেনে নিয়ে আসেন তিনি। জয়ব্রত ভট্টাচার্যকে ইমেইল পাঠানো হয়েছে যে তিনি শিক্ষারত্ন সম্মান পাবেন, এ প্রসঙ্গে তিনি জানান তিনি তার ছাত্র-ছাত্রীদের জন্য যতটা করছেন তার জন্য তিনি শিক্ষারত্ন সম্মানটি পাচ্ছেন। এই সম্মান পেয়ে তিনি নিজেকে ধন্য মনে করছেন। তিনি বলেন এই সম্মান শুধুমাত্র একা তার নয়, সকল শিক্ষক-শিক্ষিকা এর অংশীদার।
জয়ব্রত বাবু এই শিক্ষারত্ন সম্মান টি পাওয়ায় তার সাথে সাথে তার সহকর্মীরাও ভীষণ খুশি হয়েছেন। বীরপাড়া স্কুলের একজন শিক্ষিকা সুভদ্রা ম্যাডাম বলেন, যে তাদের স্কুলের প্রধান শিক্ষক এত বড় একটি সম্মান পাচ্ছেন তাতে তারা গর্ব বোধ করছেন, তিনি এও বলেন জয়ব্রত বাবু কতটা ভাবেন ও করেন বীরপাড়া হাইস্কুলের জন্য। স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা বলেন প্রধান শিক্ষক জয়ব্রত ভট্টাচার্যের জন্যই বীরপাড়া হাই স্কুলে এতটা উন্নতি হয়েছে। তারা জানান স্কুলের উন্নতির জন্য তারা সব সময় জয়ব্রত বাবুর পাশে আছেন।
আরও পড়ুন,
*মানানসই গয়না, খোঁপায় সাদা গোলাপ, লাস্যময়ী লুকে কী বার্তা দিলেন শ্রাবন্তী?