পর্যটকেরা বেরিয়েছিলেন সাফারি করতে। বনের মধ্যে পশুপাখিদের জীবনযাপন দেখার জন্য বর্তমানে সাফারির আয়োজন করার চল রয়েছে। কিন্তু সাফারি করতে গিয়ে দাঁড়িয়ে থাকতে হলো দীর্ঘক্ষণ। কিন্তু তাতে বিন্দুমাত্র বিরক্ত হননি পর্যটকেরা। বরং সেই অপেক্ষা তারা দারুণ উপভোগ করেছেন। কারণ তাদের গাড়ি দাঁড় করিয়ে সামনে যিনি শুয়ে রয়েছেন তিনি আর কেউ নন, বনের রাজা সিংহ।
তাই তার জন্য আলাদা খাতির রয়েছে সকলের। সিংহকে এমন সামনে থেকে দেখার সৌভাগ্য সকলের হয় না। তাই সেই ভাগ্য যখন উদয় হয়েছে তা তাড়িয়ে উপভোগ করে নিয়েছেন পর্যটকেরা। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেও সময় নেয়নি। যেখানে দেখা গিয়েছে তিনটি সিংহ গা এলিয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে।
‘নেটার ইজ অ্যামেজিং’ নামক এক্স হ্যান্ডেল থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটি তোলা হয়েছে তানজানিয়ার একটি জাতীয় উদ্যানে। গাড়ি নিয়ে জঙ্গল সাফারি করতে বেরিয়েছিলেন পর্যটকেরা। কিন্তু তারা রাস্তায় আটকে যান।
তাদেট গাড়ির সামনে পা লম্বা করে শুয়ে রয়েছে সিংহ। একে অপরের মাথা এক জায়গায় জড়ো করে শুয়ে রয়েছে তারা। আর এই কারণে একের পর এক গাড়ি দাঁড়িয়ে যেতে শুরু করে। দেখা যায়, রাস্তার মাঝখান থেকে আরও সিংহ হেঁটে আসছে। গাড়ি পার করে সেই সিংহগুলিও গিয়ে শুয়ে পড়ে একটি সিংহ।
Roadblock in Tanzania.. pic.twitter.com/xY2eb8hQ2Z
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) January 2, 2025
সঙ্গীদে মাথায় পিঠ দিয়ে শুয়ে পড়ল সে। তিনটি সিংহের এমন অলস সময় কাটানোর সাক্ষী থাকল একগুচ্ছ পর্যটকের গাড়ি। কেউ সিংহদের পাশ কাটিয়ে গেলেন। সিংহদের আলসেমি যেন এভাবেই পর্যটকদের সামনে প্রশ্রয় পেলো। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন,
*‘এই পথে শুধুই বিশ্বাসঘাতকতা!’..হঠাৎ এমন কেন বললেন শ্রেয়া? জানুন
*‘আমি কোমল হতে পারি আবার অপ্রতিরোধ্য হতেও পারি..!’ সহস্র গোলাপের পোশাকে বিশেষ বার্তা মধুমিতার