সনাতন ধর্ম নিয়ে গান ‘হুলিগানিজম’-এ, “সজ্ঞানে বললে ক্ষমা চান অনির্বাণ”, ক্ষোভে ফুঁসে উঠলেন রুদ্রনীল ঘোষ

গত রবিবার টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ডের গানে সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে। এরপর থেকে সেই গান নিয়ে চর্চা শুরু হয়েছে নেট দুনিয়ায়। অনির্বাণ তার ব্যান্ড ‘হুলিগানিজম’-এর মধ্যে দিয়ে রবিবার দেশের রাজনৈতিক চিত্র থেকে রাজ্যের রাজনৈতিক নেতাদের নানান কর্মকাণ্ড নিয়ে গান বেঁধেছিলেন। আর সেই গান প্রকাশ্যে আসার পর সবথেকে বেশি যে চর্চা হতে দেখা গিয়েছে তা হল অনির্বাণের ‘তিন ঘোষ’ নিয়ে গানের লাইনগুলি।

আর সেই তিন ঘোষ হলেন কুণাল ঘোষ, দিলীপ ঘোষ ও শতরূপ ঘোষ। তবে অনির্বাণের গাওয়া গানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করেছেন শতরূপ ও কুণাল। যদিও এই গানের পর আরও ‘ঘোষ’ খেপেছেন, আর তিনি হলেন রুদ্রনীল ঘোষ। অনির্বাণের গাওয়া গান নিয়ে এবার আপত্তি তুললেন রুদ্রনীল। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টও করলেন তিনি। ‘হুলিগানিজম’-এ সনাতন ধর্ম নিয়ে গানের লাইন থাকায় ক্ষোভে ফুঁসছেন রুদ্রনীল।

তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “বন্ধুবর অনির্বাণ ভট্টাচার্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনার এই অসচেতন, জ্ঞানহীন বক্তব্যের। আপনি মঞ্চে বললেন “সনাতন এসে গেছে?” আর সনাতনী? সনাতন মানে আমি সনাতন ধর্মের কথা বলছি। আসেনি তো এখনো? “সনাতন ভারতে পৌঁছতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে, সবাই এগিয়ে যায়, আমরা পিছিয়ে যাব!”
ভাই,অনির্বাণ পৃথিবীর চূড়ান্ত মুর্খ ব্যক্তিও জানেন, সনাতন ধর্ম পৃথিবীর আদিতম ধর্ম বা জীবনচর্যা। তারপর বাকি ধর্মগুলির জন্ম। আর আপনি বললেন, “সনাতন ভারতে পৌঁছতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে!’ আপনি সজ্ঞানে বললেন এই কথা?”

আরও পড়ুন,
এক রাতের সঙ্গমে যমজ সন্তানের জন্ম, সন্তানদের পিতার মুখই মনে নেই সুন্দরী তরুণীর!

তিনি আরও লেখেন, “অন্য কোনও ধর্ম সম্পর্কে এই ধরনের উক্তি করলে তারা এতক্ষণে আপনাকে কোন স্থানে রাখতেন নিশ্চই জানেন! সবাই জানে, আপনার কাজ কেড়ে নেওয়া হয়েছে, তাই গান গেয়ে পেটের ভাত জোগাড় করতে হচ্ছে। দূর্ভাগ্যজনক! কিন্তু যে ‘হুলিগানরা’ আপনার পেটের ভাত কাড়ল, তা নিয়ে বা আরজিকর ডাক্তারহত্যা নিয়ে বা শিক্ষক পেটানো বা শিক্ষাদুর্নীতি নিয়ে আপনার মুখে কুলুপ! অথচ অকারণ ছোট করছেন নিজের ধর্মকে?সনাতন ও সনাতনীকে? কাকে খুশী করতে?”

বন্ধুবর #অনির্বাণ_ভট্টাচার্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনার এই অসচেতন,জ্ঞানহীন বক্তব্যের। আপনি মঞ্চে বললেন,-
"সনাতন এসে গেছে?.. আর সনাতনী?..সনাতন মানে আমি সনাতন ধর্মের কথা বলছি…আসেনি তো এখনো?..সনাতন ভারতে পৌঁছাতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে..সবাই এগিয়ে যায়.. আমরা পিছিয়ে যাব!!"
ভাই,অণির্বান পৃথিবীর চুড়ান্ত মুর্খ ব্যাক্তিও জানেন সনাতন ধর্ম পৃথিবীর আদিতম ধর্ম বা জীবনচর্চা। তারপর বাকি ধর্ম গুলির জন্ম। আর আপনি বললেন, "সনাতন এসে গেছে?" "সনাতন ভারতে পৌঁছাতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে!" আপনি সজ্ঞানে বললেন এই কথা!?
অন্য কোন ধর্ম সম্পর্কে এই ধরণের উক্তি করলে তারা এতক্ষণে আপনাকে কোন স্থানে রাখতেন নিশ্চই জানেন!
সবাই জানে,টলিউড মাফিয়ারা আপনার কাজ কেড়ে নিয়েছে, তাই গান গেয়ে পেটের ভাত জোগাড় করতে হচ্ছে।দূর্ভাগ্যজনক!! কিন্তু, যে "হুলিগানরা" আপনার পেটের ভাত কারা কাড়ল তা নিয়ে বা RG KAR ডাক্তার হত্যা নিয়ে বা শিক্ষক পেটানো-শিক্ষা দূর্নীতি নিয়ে আপনার মুখে কুলুপ! অথচ অকারণ ছোট করছেন নিজের ধর্মকে? সনাতন ও সনাতনীকে?কাকে খুশী করতে?
ভাই অণির্বান, যদি সত্যই নিজের অজ্ঞানতা থেকে এই বক্তব্য রেখে থাকেন তাহলে জানান। দেখবেন সমস্ত সনাতনীরা দল-মত-ঝান্ডা-জীবিকা ভুলে আপনাকে ক্ষমা করবেন ও ভবিষ্যতে এই ধরণের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য না করার অনুরোধ করবেন। আর যদি সজ্ঞানে থেকে এই ধরণের মন্তব্য করে থাকেন, তাহলে ক্ষমা চেয়ে নিন। সনাতন ধর্ম আদি ও অনন্ত।আপনি আমি দুনিয়ায় থাকি বা না থাকি, সনাতন-সনাতনী ছিল আছে ও থাকবে।
ভাল থাকবেন #অভিনেতা_ভাই_অণির্বান_ভট্টাচার্য।🙏💐
Anirban Bhattacharya

Posted by Rudranil Ghosh on Tuesday, September 2, 2025

তিনি আরও বলেন, “ভাই অনির্বাণ, যদি সত্যই নিজের অজ্ঞানতা থেকে এই বক্তব্য রেখে থাকেন, তাহলে জানান। দেখবেন সমস্ত সনাতনীরা দল-মত-ঝান্ডা-জীবিকা ভুলে আপনাকে ক্ষমা করবেন ও ভবিষ্যতে এই ধরণের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য না করার অনুরোধ করবেন।আর যদি সজ্ঞানে এই ধরণের মন্তব্য করে থাকেন, তাহলে ক্ষমা চেয়ে নিন। সনাতন ধর্ম আদি ও অনন্ত। আপনি আমি দুনিয়ায় থাকি বা না থাকি, সনাতন-সনাতনী ছিল আছে ও থাকবে।” যদিও রুদ্রনীলের বক্তব্যের কোনো প্রতিক্রিয়া দেননি অনির্বাণ ভট্টাচার্য।

error: Content is protected !!