অবশেষে কি বড় পর্দায় ফিরতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য? কোন পরিচালকের হাত ধরে রুপোলী জগতে ফিরছেন অভিনেতা?

অবশেষে এবার কি তবে বড় পর্দায় অভিনয় করতে চলেছেন টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য? শোনা যাচ্ছে, ফেডারেশন ও পরিচালকদের মামলা খারিজ হয়ে গিয়েছে। আর তাই কপাল ফিরেছে অনির্বাণের। এবার তাকে দেখা যেতে পারে বড় পর্দায়। তবে স্পষ্টভাবে কিছুই জানাননি কেউ। তবে কার ছবিতে অভিনয় করতে পারেন অনির্বাণ? শোনা যাচ্ছে, পরিচালক সৃজিত মুখার্জি ও প্রযোজক রানা সরকারের হাত ধরে ফিরতে পারেন অনির্বাণ।

সৃজিত মুখার্জির আগামী ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-তে অভিনয় করতে পারেন অনির্বাণ ভট্টাচার্য। এই বিষয়ে যদিও পরিচালক সৃজিত মুখার্জি কিছুই জানাননি৷ তবে প্রযোজক রানা সরকারের কথায়, “অভিনেতা নির্বাচন নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অনির্বাণের কথা ভাবা যেতেই পারে। তবে সবটাই হবে ফেডারেশনের অনুমতি-সাপেক্ষে।” তবে এবার প্রেক্ষাগৃহে আসতে পারেন অনির্বাণ।

যদিও এর পাশাপাশি অভিনেতা নিজের গানের দল তৈরি করেছিলেন। একাধিক গানও ইতিমধ্যে মুক্তি পেয়েছে। জানা যাচ্ছে, পুজোর আগে অনির্বাণের একটি গান মুক্তি পেতে পারে। এদিকে বড় পর্দায় আসছে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। ‘পথের দাবী’ লেখার ১০০ বছর পূর্ণ হতে চলেছে আগামী বছরের ৩১শে আগস্ট। আর সেই উপলক্ষে বড় পর্দায় আসতে চলেছে সৃজিত মুখার্জির ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। ছবিতে দেখানো হবে সেই সময়কাল কিংবা শাসক বিরুদ্ধাচারণ কীভাবে আজও নিদারুণ পরিণতির দিকে ঠেলে দেয়।

প্রসঙ্গত উল্লেখ্য, ফেডারেশন ও পরিচালকের মধ্যে বিবাদ রয়েছে বহু বছরের। গত বছর পরিচালক রাহুল মুখার্জিকে কেন্দ্র করে সেই বিবাদ আরও চরমে ওঠে। এরপর সাময়িক ঠিক হলেও ফের পরিচালক বিদুলা ভট্টাচার্য ফেডারেশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন। তাকে সমর্থন জানায় ১৩ জন পরিচালক এবং তাদের মধ্যে একজন হলেন অনির্বাণ ভট্টাচার্য।আর এরপর থেকেই অভিনেতার একের পর এক কাজ বন্ধ হয়ে যায়। অবশেষে সেই ফাঁড়া কাটল বলে মনে করছেন অনেকে।

error: Content is protected !!