মাঝেমধ্যে তাকে বিতর্কে জড়িয়ে পড়তে দেখা যায়। আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের মৃত্যুতে যখন রাজপথে জনরোষ ফেটে পড়ছে সেইসময় তিনিও সেই মিছিলে সামিল হয়েছিলেন। নিজের প্রশ্ন সরকারের সামনে স্পষ্টভাবে তুলে ধরেছিলেন। এবার তার বাড়িতে পৌঁছে গেলো ফুল। যদিও উপহার পেতে মন্দ লাগে না তার। কেউ যদি উপহার হিসেবে ফুল দেন তবে তিনি খুবই খুশি হন। তিনি হলেন শ্রীলেখা মিত্র।
বরাবর বামপন্থী হিসেবে পরিচিত তিনি। বর্তমানের শাসকের কোনো ভুল দেখলে গর্জে উঠতে এক সেকেন্ডও সময় নেন না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দু’টি পোস্ট করেছেন তিনি। দু’টি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে লাল গোলাপ ফুল কেউ তাকে উপহার দিয়েছে। যদিও কে তা দিয়েছে তা স্পষ্ট করেননি অভিনেত্রী। এবার তার থেকেও বড় চমক।
আরও পড়ুন,
প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিশেষ শুভেচ্ছাবার্তা ডোনাল্ড ট্রাম্পের, লিখলেন “নরেন্দ্র, আমার বন্ধু”
২৪ ঘন্টা কাটতে না কাটতে আবার হলুদ জারবেরা ফুল উপহার পেলেন তিনি। প্রথমে গোলাপের ছবি পোস্ট করার পর এবার হলুদ জারবেরার সঙ্গে সেলফি পোস্ট করলেন শ্রীলেখা। কিন্তু অভিনেত্রীর দরজায় কে বারবার ফুল দিচ্ছে? কীভাবে সে অভিনেত্রীর বাড়ির ঠিকানা জানতে পারল? যদিও সেসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অভিনেত্রীর মনে।
আরও পড়ুন,
বাবার জুতো পরে ঘরময় হেঁটে বেড়াচ্ছে ইয়ালিনী! মিষ্টি ভিডিও ভাগ করে নিলেন রাজ
অভিনেত্রীর কথায়, “ফুল আমার আমার খুব প্রিয়। লাল গোলাপ কে পাঠালেন সেই সন্ধানেই আছি। নিজের ঘরে সাজিয়ে রেখেছি। একটা মিষ্টি লেখাও পেয়েছি। ফুল পাঠিয়েছেন যিনি, তিনি আমার অভিনয় ভালবাসেন। মানুষ হিসাবে আমায় পছন্দ করেন। ভালই লেগেছে ফুল পেয়ে।” যদিও এবার প্রথম নয়, এর আগেও অভিনেত্রীকে কেউ বেনামে ফুল দিয়ে এসেছেন।