অবিবাহিত হয়েও দেবী দুর্গাকে বরণ করলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত

kmc 20241014 163504 OdgoUkY95Q

দেখতে দেখতে বাঙালির অন্যতম বড় উৎসব দুর্গা পূজা শেষ হয়েছে। উমা বাপের বাড়ি ছেড়ে আগামী এক বছরের জন্য কৈলাশে ফিরছেন৷ আর এই মরশুমে সকলের মন খারাপ। শেষ বেলায় দেবী দুর্গাকে বরণ করে নিচ্ছেন মা কাকীমায়েরা। তার সঙ্গে সিঁদুর খেলা চলছে। একে অপরকে সিঁদুর মাখিয়ে এভাবেই মা’কে বিদায় জানানো হয়। এবার সিঁদুর খেলায় অংশ নিলেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা দত্ত।

তিনি অবিবাহিতা হলেও বাঙালির এই উৎসবে নিজেকে আর সামলে রাখতে পারেননি। সিঁদুর খেলায় নিজেকে সামিল করলেন স্বস্তিকা। আর তার কারণ নিজেই জানালেন সকলকে। স্বস্তিকার কথায়, তার কাছে দেবী বরণ ও সিঁদুর খেলার মানে হলো নারী শক্তির জয়। তিনি বলেন, “লাল রংটাকে আমি খুব পবিত্র মনে করি। যে বাঁধা ধরা গতের ধারণা রয়েছে সেটা ভাঙা প্রয়োজন। আমার কাছে যেটা ঠিক, আমি সেটাই করি। বদনাম হলে হবে। নাম থাকলে বদনাম হবে।”

তার এই সিঁদুর খেলার অভিজ্ঞতা নিয়ে স্বস্তিকা বলেন, “‘প্রথমে একটু অস্বস্তি লাগছিল। সব বিবাহিত মহিলাদের মধ্যে আমি একা। কিন্তু আমার ইচ্ছে ছিল দেবী বরণ করার করেছি। ঈশ্বরের কাছে পৌঁছতে মানুষের তৈরি করা নিয়ম ভাঙতে পারি। খালি বিবাহিতরা দেবী বরণ করতে পারে এটা আমি মানি না।” তিনি আরও জানান, বরণ করার সময় তার গায়ে কাঁটা দিচ্ছিল।

তার বরণ করার মূহুর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তার কথায়, এই অস্থির সময়ে দেবীর আশীর্বাদ ও ভালোবাসা বিশেষ করে প্রয়োজন। তিনি আরও বলেন, এইসময় মাথার উপর দেবীর হাত থাকা দরকার। তাকে ভিডিওতে বিবাহিত সকল মহিলাদের সঙ্গে সিঁদুর খেলতে দেখা যাচ্ছে। তার সঙ্গে দেখা গিয়েছে দর্শনা বনিককে। সকলে সেজেগুজে লাল পাড় শাড়ি পরে সিঁদুর খেলায় মেতেছেন।