ব্রায়ান অ্যাডামস্-এর গানে উত্তাল নাচ ইমন চক্রবর্তীর, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার গায়িকা

কিছুদিন আগে চর্চায় উঠে এসেছিলেন টলিউডের জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। আর সেই চর্চায় তিনি বেশিরভাগ মানুষের কাছে প্রশংসা পেয়েছেন। কিন্তু এবার যেনো তাকেই কটাক্ষ করা হলো। তার কথাতেই তাকে বিঁধলেন নেটিজেনরা। কলকাতায় এসে নিজের গানে সকলকে মাতিয়ে দিয়েছেন ব্র্যায়ন অ্যাডামস্। তার কনসার্টে হাজির ছিলেন টলি পাড়ার এক ঝাঁক তারকারা। নেচে, গান গেয়ে সকলেই আনন্দ করেছেন।

তার মধ্যে অন্যতম হলেন ইমন চক্রবর্তী। তাকেও দেখা গিয়েছে মন খুলে নাচ করতে এবং গান উপভোগ করতে। এখানেই ফের চর্চার সূত্রপাত ঘটেছে। প্রথম যে চর্চা শুরু হয়েছিল তার প্রসঙ্গ ছিল টিসিএস রাজারহাটে একটি শো করতে গিয়েছিলেন ইমন চক্রবর্তী। সেখানে তাকে অনেকে অনুরোধ করেন, হিন্দি গান শুনবো না, বাংলা গান গাও। আর তাতেই শিল্পী প্রতিবাদ করে ওঠেন।

ইমন শ্রোতাদের বলেন, “বাংলায় থেকে বাংলা গান শুনবেন না, এটা হয় না। সব গান শোনো, কিন্তু যে রাজ্যে থাকছ, সেই গান গাওয়া যাবে না, এসব ভন্ডামি করবেন না।” এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বেশিরভাগ মানুষ ইমনের প্রশংসা করেন। অনেকেই বলেছেন, ভাষার পরিধি রক্ষা করতে ইমন সাহস দেখিয়েছেন। কিন্তু ব্র্যায়ান অ্যাডামসের কনসার্টে ইমনকে যখন নাচ করতে দেখা গিয়েছে তখনি ধেয়ে এসেছে কটাক্ষ।

কারোর কথায়, “উনি তো বাংলা গান গাননি, তাহলে কেন এসব গান শুনে নাচছেন ইমন?” কারের কথায়, “আজকে ইনি ব্র‍্যায়ানকে বাংলা গান গাইতে বলেননি?” একজন লিখেছেন, “এবার যদি কেউ আপনার চুলের মুঠি ধরে বের করে দিয়ে আসব বলে?” কারোর কথায়, “উনি কিন্তু বাংলায় এসে একটাও বাংলা গান না গেয়ে পয়সা কামিয়ে চলে গেলেন, আপনি তো প্রতিবাদ করলেন না।”

অনেকেই কটাক্ষ করলেও কেউ কেউ ইমনের এই কাজে বিশেষ কোনও ভুল লক্ষ্য করেননি৷ বরং যারা এমন কটাক্ষ করে ইমনকে আক্রমণ শানিয়েছেন তাদের অনেকেই বলেছেন, বাংলায় বর্তমানে অমানুষে ভর্তি হয়ে গিয়েছে।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক