টলিউডে নীরব ইতিহাস! সমকামী বিয়ে ! ছাদনাতলায় দুই অভিনেত্রী

শনিবার টলিপাড়ায় নীরবে তৈরি হল এক নতুন ইতিহাস। চরম গোপনীয়তার মধ্য দিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন দুই অভিনেত্রী। টলিউডে সমকামী সম্পর্কের কথা নতুন নয়, তবে দুই অভিনেত্রীর বিয়ের ঘটনা নিঃসন্দেহে বিরল এবং চমকপ্রদ। কলকাতায় এর আগেও সমকামী বিয়ের উদাহরণ থাকলেও, টলিউডের অন্দরমহলে এমন ঘটনা এই প্রথম বলেই মনে করছেন অনেকে।

সব আয়োজনই ছিল যথেষ্ট ঘটা করে, তবে আমন্ত্রিতদের তালিকা ছিল সীমিত। প্রায় ১০০ জনের উপস্থিতিতে সম্পন্ন হয় এই বিশেষ অনুষ্ঠান। অতিথিদের মধ্যে টলিউডের কয়েকজন পরিচিত মুখও ছিলেন। কিন্তু পুরো বিষয়টিই রাখা হয়েছিল কড়া গোপনীয়তায়। বিয়েবাড়িতে ছবি তোলা ছিল নিষিদ্ধ। এমনকি কেউ ছবি তুললেও তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবে না—এই নির্দেশও ছিল স্পষ্ট। কারণ, এই মুহূর্তে ব্যক্তিগত জীবন নিয়ে জনসমক্ষে আসতে চান না নবদম্পতি।

পাত্রীদের পরিচয়ও তাই সচেতনভাবে আড়ালে রাখা হয়েছে। তাঁদের মধ্যে একজন ছোট পর্দার দর্শকদের কাছে পরিচিত মুখ। যদিও তিনি মূলত সাইড রোলেই জনপ্রিয়। বয়সে তুলনামূলক বড় চরিত্রেই তাঁকে বেশি দেখা যায়—কখনও নায়িকার মা, কখনও কাকি বা শাশুড়ির ভূমিকায়। অভিনয়ের পাশাপাশি পাহাড়ে তাঁর নিজস্ব হোমস্টে ব্যবসাও রয়েছে।

অন্য দিকে, অপর পাত্রী মূলত মডেলিং জগতের সঙ্গে যুক্ত। টুকটাক ধারাবাহিকে কাজ করার পাশাপাশি একটি ছবিতে মুখ্য চরিত্রেও দেখা গিয়েছে তাঁকে। যদিও সেই অর্থে বড়সড় খ্যাতি পাননি। সোশ্যাল মিডিয়ায় তাঁরা একে-অপরকে ফলো করেন এবং পরস্পরের ছবিতে ‘লাভ রিঅ্যাক্ট’ দিতেও দেখা গিয়েছে। তবে কখনও একসঙ্গে ছবি শেয়ার করেননি—যা থেকেই তাঁদের সম্পর্কের গোপনীয়তার ইঙ্গিত মিলেছিল।

আরও পড়ুন
Swastika: ৪৫তম জন্মদিনে হলুদ বিকিনিতে শরীরের পরিবর্তন তুলে ধরে স্বস্তিকার জোরালো বার্তা

উল্লেখযোগ্য বিষয় হল, ভারতে বর্তমানে সমকামী বিয়ে আইনত স্বীকৃত নয়। যদিও সুপ্রিম কোর্ট সমকামিতাকে অপরাধমুক্ত করেছে এবং ব্যক্তিগত গোপনীয়তার অধিকারকে স্বীকৃতি দিয়েছে। সেই প্রেক্ষাপটে এই বিয়ে সামাজিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। কারণ, বিয়ে কেবল আইন নয়—দু’টি মানুষের মানসিক বন্ধন ও পারস্পরিক সম্মানের প্রতীক।

আরও পড়ুন
Rukmini: হলুদ গাউনে রুক্মিণী মৈত্র: চঞ্চল কিশোরীর সাজে ভাইরাল অভিনেত্রী

লিঙ্গ, বয়স বা সামাজিক চোখরাঙানি—কিছুই যে ভালোবাসার পথে বাধা হতে পারে না, সেই বার্তাই যেন নীরবে দিয়ে গেল টলিউডের এই গোপন বিয়ে। একই সঙ্গে সমকামী বিয়ের আইনি স্বীকৃতি নিয়ে নতুন করে আলোচনা ও প্রতিবাদের সুরও শোনা যাচ্ছে সমাজের নানা স্তরে। প্রশ্ন একটাই—এমন সম্পর্ককে ট্রোল করার বদলে কি আমরা সবাই খোলা মনে গ্রহণ করতে পারি না?

আরও পড়ুন
শুটিংয়ের ফাঁকে বিয়ের প্রস্তুতি: নতুন জীবনের পথে মধুমিতা সরকার

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক