Trina-Neel: একসময় তাদের সম্পর্ক ছিল রূপকথার মতো, দীর্ঘ ১০ বছরের বন্ধুত্ব অবশেষে পরিণতি পায় বিবাহে। তবে পাঁচ বছর সেই বৈবাহিক জীবন পূর্ণ হওয়ার আগেই যেন ফাটল ধরলো সম্পর্কে! কথা হচ্ছে অভিনেত্রী তৃণা সাহা (Trina) এবং অভিনেতা নীল ভট্টাচার্যের (Neel)। ২০২১ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা।
টলিউড থেকে শুরু করে টেলি ইন্ডাস্ট্রি তাবড়-তাবড় অতিথিদের উপস্থিতি দেখা গিয়েছিল সেই বিবাহ আসরে। তবে কিছু মাস ধরে শোনা যাচ্ছে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। প্রথম থেকে যদি এই বিষয়ে কোনো কথা বলেননি তারা, তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দিয়েছেন এই জুটি।
আমরা সকলেই জানি সোশ্যাল মিডিয়ায় এই ফলো-আনফলো বিষয়টা অনেক কিছুই বলে সম্পর্কের সুস্থতা নিয়ে। শুধু তাই নয় একে অপরের সাথে বেশ কিছুদিন ধরে কোনো ছবিও দেখা যায়নি তাদের। যার ফলে প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে ভক্তদের মনে। তাহলে কি সত্যিই এবার আলাদা হতে চলেছে তাদের পথ?
তবে এই বিষয়ে এখনো মুখ খুলতে দেখা যায়নি তাদের কাউকে। উল্লেখ্য, দু’জনেই নিজের কেরিয়ারে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত। তাদের হাতে এসেছে একের পর এক ধারাবাহিক। বর্তমানে নীলকে দেখা যাচ্ছে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে, অন্যদিকে তৃণা অভিনয় করছেন ‘পরশুরাম আজকে নায়ক’এ।
তবে সুপ্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও কী এমন হলো যে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে? সেই বিষয়ে কিছুই বোঝা যাচ্ছে না। প্রসঙ্গত, ইন্ডাস্ট্রিতে কাজের সুবাদে পরিচয় হয়েছিল তাদের। সেখান থেকেই শুরু হয় বন্ধুত্ব। অবশেষে প্রেম এবং শেষে বিবাহ। কিন্তু সেই সম্পর্ক মনে হচ্ছে দীর্ঘস্থায়ী হবে না।
#Neel #Trina