ছোট্ট সদস্যকে কোলে নিয়ে আদর্শ মহালয়া উদযাপন করলেন তৃণা সাহা! দেখুন ছবি

কোলে ছোট্ট সদস্য, মুখে চওড়া হাসি আদর্শ মহালয়া উদযাপন করলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী তৃণা সাহা। সম্প্রতি সেই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি। এবার হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে কোন সদস্যকে নিয়ে মহালয়া উদযাপন করেছেন তিনি।?

আসুন তাহলে সেই বিষয়টি খোলসা করেই জানা যাক। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তৃণা। যেখানে দেখা যাচ্ছে লাল রংয়ের শাড়িতে সেজে উঠেছেন তিনি। খোলা চুলে অসাধারণ লাগছিল তাকে দেখতে।

আর কোলে ধরে রেখেছেন তাদের ছোট্ট সারমেয়কে। তাকে নিয়েই আদর্শ মহালয়া উদযাপন করেছেন তিনি। তেমনটাই জানিয়েছেন ক্যাপশনে। তাদের ছবি দেখার পর তাকে মহালয়া শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। পাশাপাশি তার সৌন্দর্য্যের প্রশংসায় পঞ্চমুখ সকলে। আসলে সময়ের সাথে সাথে তার জৌলুস যেন বেড়েই চলেছে।

এর আগেও আমরা তার প্রমাণ পেয়েছি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। উল্লেখযোগ্য, টেলিভিশন ধারাবাহিকের নাম করা অভিনেত্রী তৃণা। ইতিমধ্যে একাধিক ধারাবাহিকে অভিনয় করে ফেলেছেন তিনি। এখানেই শেষ নয় কাজ শুরু করেছেন বড়ো পর্দাতেও।

কেরিয়ারের পাশাপাশি তিনি সফল ব্যক্তিগত জীবনেও। দীর্ঘ সময় সম্পর্কে আবদ্ধ থাকার পর কয়েক বছর আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন তৃণা এবং অভিনেতা নীল ভট্টাচার্য। দু’জনের সুখের সংসার। তাদের বিভিন্ন দুষ্টু-মিষ্টি মুহূর্তের ভিডিও আমরা দেখতে পাই তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যার দ্বারা এটাই স্পষ্ট হয় কাজের পাশাপাশি একে অপরের সাথে ভালো সময় উপভোগ করছেন তারা।

error: Content is protected !!