Tripti Dimri: এক সময় যার সাথে অভিনয় করে চর্চায় উঠে এসেছিলেন তাকেই পাকাপোক্তভাবে প্রতিবেশী বানিয়ে ফেললেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। হ্যাঁ, ঠিকই ধরেছেন অভিনেতা রনবীর কাপুর এবং আলিয়া ভাট যেখানে বসবাস করেন সেখানেই একটি বিলাসবহুল বাংলা কিনেছেন তিনি।
শুধু তাই নয় সেখানে রয়েছে আরো তাবড়-তাবড় তারকাদের বাস। মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রা এলাকায় একটি বাংলো কিনেছেন তিনি। যার দাম ১৪ কোটি টাকা। চলতি মাসেই সই করেছেন রেজিস্ট্রেশনে। ৭০ লক্ষ টাকার স্ট্যাম্প এবং রেজিস্ট্রেশন ফি দিয়েছেন ৩০ হাজার টাকা।
ছোট থেকে অভিনয়ের প্রতি তুমুল আগ্রহ ছিল তার। মডেল হিসেবে তার কেরিয়ার শুরু করেছিলেন। এরপর বিভিন্ন বিজ্ঞাপনে দেখা যায় তাকে। ২০১৭ সালে প্রথম বলিউডে কাজ শুরু। তবে পরপর তার কয়েকটি কাজ খুব একটা সফল হয়নি। তিনি জনপ্রিয়তা পান ‘বুলবুল’ ওয়েব সিরিজের মাধ্যমে।
যেটা প্রযোজনা করেছেন অনুষ্কা শর্মা এবং তার ভাই কর্নেশ শর্মা। এরপর তিনি অভিনয় করেন ‘কলা’ নামক সিরিজে। সেটিও প্রযোজনা করেছিলেন অনুষ্কা। তবে দীর্ঘ কেরিয়ারে তিনি খুব একটা জনপ্রিয়তা পাননি যতটা পেয়েছেন ‘অ্যানিম্যাল’ সিনেমার কিছু দৃশ্যে অভিনয় করে।
যা তাকে রাতারাতি জাতীয় ক্রাশে পরিণত করেছিল। অন্যদিকে কিছু সময় আগে প্রযোজক কর্ণেশ শর্মার সাথে সম্পর্কের কথা জানিয়েছিলেন তিনি। তবে এরপরই ছন্দপতন ঘটে। বিচ্ছেদ হয়েছে তাদের। যদিও বর্তমানে তিনি নিজের কেরিয়ারেই মনোনিবেশ করেছেন।