এবার হ্যাশট্যাগ মিটু মুভমেন্টে উত্তাল হয়ে উঠেছে মালায়লাম ফিল্ম ইন্ডাস্ট্রি। একের পর এক অভিনেত্রীরা মুখ খুলছেন। যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে একাধিকবার নানানভাবে হেনস্তার শিকার হয়েছেন তাদের মন্তব্য এবার প্রকাশ্যে আসছে। ইতিমধ্যে ১৭জন অভিনেত্রী হেনস্তার শিকার হওয়ার ঘটনা প্রকাশ্যে এনেছেন। কখনও অভিনেতা, আবার কখনও পরিচালক বা প্রযোজকের কাছে হেনস্তার শিকার হয়েছেন তারা।
রঙিন দুনিয়ার অজানা সত্যি সামনে আসতেই এবার উত্তাল হয়ে উঠেছে মালায়লাম ফিল্ম ইন্ডাস্ট্রি। এদিকে যারা অভিযোগ করছেন তারা হুমকি পাচ্ছেন। এই ইন্ডাস্ট্রির সত্য উদঘাটন ও তদন্তের জন্য হেমা কমিটি গঠন করা হয়৷ এই কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসতেই একের পর এক অভিযোগ উঠতে শুরু করেছে। আর এরপর ভেঙে দেওয়া হয় অ্যাসোসিয়েশন অব মালয়লম মুভি আর্টিস্টস বা আম্মা।
এখনও পর্যন্ত ১৭টি যৌন হেনস্তার অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগের উপর ভিত্তি করে একাধিক পরিচালক, প্রযোজক ও অভিনেতাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। একাধিক অভিনেত্রী এই অভিযোগ সামনে এনেছেন৷ তেমনই একজন হলেন মিনু মুনীর। তিনি একাধিক অভিনেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাদের মধ্যে রয়েছেন মুকেশ, জয়সূর্য, মানিয়াপিল্লা রাজু, ইদাভেলা বাবু।
ওই অভিনেত্রীর অভিযোগ একটু সিনেমার শ্যুটিং চলাকালীন তিনি শৌচালয় থেকে বের হতেই তাকে জয়সূর্য পিছন থেকে জড়িয়ে ধরে জোর করে চুমু খেতে যান। আর এই ঘটনায় ভয়ে পালিয়ে যান অভিনেত্রী। ওই অভিনেতা প্রস্তাব দেন তার সঙ্গে থাকলে তিনি আরও সিনেমায় কাজ করার সুযোগ করে দেবেন।
এর পাশাপাশি ওই অভিনেত্রী ইদাভেলা বাবুর বিরুদ্ধে অভিযোগ আনেন। তিনি ওই অভিনেত্রীকে ফ্ল্যাটে ডেকে হেনস্তা করেছেন বলে অভিযোগ। এর পাশাপাশি মুকেশ যিনি সিপিএমের বিধায়কও তিনি অভিনেত্রীকে তার সঙ্গে সম্পর্কে লিপ্ত হতে বলেন। আর তা না করায় অভিনেত্রীকে কমিটির সদস্য পদ দেওয়া হয়নি বলেও জানান।
এমনভাবে একের পর এক অভিনেত্রীর অভিযোগ সামনে আসতে শুরু করে। আর এরপরই কেরল সরকারের তরফে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। এদিকে মিনু মুনীর যিনি একাধিক অভিযোগ সামনে এনেছেন তাকে হুমকি দেওয়া হচ্ছে বলেও প্রমাণ সহ স্ক্রিনশট তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
আরও পড়ুন,
*মহানায়ক উত্তম কুমারের ৯৮তম জন্মবার্ষিকী, অনুষ্ঠিত হতে চলেছে বর্ণময় ‘উত্তম স্মরণ সন্ধ্যা’