রাশিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলবর্তী অঞ্চলে ভয়াবহ সুনামির জেরে সতর্কতা জারি, ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৮.৮

রাশিয়ার কামচাটকা উপদ্বীপ ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতীয় সময় বুধবার। জানা যাচ্ছে, এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৮.৮। আর এই ভূমিকম্পের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলবর্তী এলাকা। তবে শুধু ভূমিকম্প নয়, তার সঙ্গে দোসর হয়েছে সুনামিও। আর সেই সুনামির জেরে এবার বিধ্বস্ত রাশিয়া, জাপান ও আমেরিকার উপকূলবর্তী এলাকাগুলি। রাশিয়ার উপকূল এলাকা হেক্কাইডোতে আছড়ে পড়েছে প্রশান্ত মহাসাগরের বিশাল ঢেউ।

আর এই সুনামির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর বাড়িঘর। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, মানুষজনকে সুনামি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাশিয়াতে সুনামির জেরে সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি আমেরিকা সহ প্রশান্ত মহাসাগরের তীরবর্তী বেশ কয়েকটি দেশে জারি করা হয়েছে সুনামির সতর্কতা। প্রথমে মনে করা হচ্ছিল ভূমিকম্পের তীব্রতা ৮। পরে জানা যায়, সেটি ৮.৮। মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎস ভূপৃষ্ঠ থেকে ১৯.৩ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের ফলে সমুদ্র উত্তাল হয়েছে এবং সুনামির সৃষ্টি হয়েছে। উত্তর-পশ্চিম হাওয়াই দীপপুঞ্জ এবং রাশিয়ার উপকূলরেখার বেশ কিছু অংশে তিন মিটার উঁচু ঢেউ আছড়ে পড়েছে। মার্কিন আবহাওয়া দফতরের তরফে আশঙ্কা করা হচ্ছে, কোসরে, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাউ এবং ফিলিপিন্সের কিছু অংশে সুনামি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানেও ০.৩ মিটার থেকে ১ মিটার উঁচু সুনামির ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

এর পাশাপাশি জাপানের উপকূলবর্তী এলাকায় সুনামি আছড়ে পড়েতে শুরু করেছে। সাধারণ মানুষকে তাই নিরাপদ দূরত্ব সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জাপান সরকারের তরফে পরিস্থিতি মোকাবিলা করার জন্য একটি জরুরি কমিটি গঠন করা হয়েছে। কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ জানিয়েছেন, এই ভূমিকম্প কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী। সোশ্যাল মিডিয়ায় একাধিক সুনামির ভিডিও ছড়িয়ে পড়েছে যা দেখে স্তম্ভিত হতে হয়।

error: Content is protected !!