অদ্ভুত পোশাক নয় এবার শাড়িতে ঝড় তুললেন উরফি

সকলকে চমকে দিয়ে এবার শাড়িতে উষ্ণতা বাড়িয়ে তুললেন সোশ্যাল মিডিয়া খ্যাত উরফি জাবেদ! তাকে দেখে রীতিমতো ঝড় উঠেছে অনুরাগীদের বুকে। আসলে তিনি সবসময় অদ্ভুত ধরনের পোশাক পরেন যে কখনোই তাকে শাড়িতে দেখা যায় না। তবে এবার সেই ইচ্ছে পূরণ করলেন ভক্তদের।

তবে এখানেও রয়েছে টুইস্ট। কারণ শাড়িটি তিনি সাধারণভাবে পরেননি নিজস্ব ভঙ্গিমায় অন্যরকমভাবে জড়িয়ে রয়েছেন। নীল রঙের সেই শাড়িতে অপরূপ সুন্দরী লাগছিল দেখতে। তাইতো এই লুকে তাকে দেখার পর প্রশংসায় ভরিয়ে তুলেছেন ভক্তরা।

নীল রঙের শাড়ির সাথে মাথায় ফুলের মুকুট। অন্যরকমভাবে দেখা গিয়েছে তাকে। অনেকের মতে তাকে মৎস্যকন্যার মতোন লাগছে। কারণ, তার শাড়িটি সেভাবেই পরেছিলেন তিনি। এই সাজে তাকে একাধিক পোজ দিতে দেখা গিয়েছে। কখনো ক্যামেরার দিকে তাকিয়ে আবার কখনো পাপারাজ্জিদের সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন তিনি।

সবমিলিয়ে এই শাড়ির মাধ্যমে চর্চায় উঠে এসেছেন। কেউ কেউ তো আবার এও বলেছেন তিনি যে শাড়ি পরবেন তা কল্পনাই করতে পারেননি কেউ। এছাড়া বিভিন্ন মন্তব্য করতে দেখা দিয়েছে ভক্তদের। উল্লেখযোগ্য, উরফি মানেই অদ্ভুত পোশাক। এরকম সাজের মাধ্যমেই নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন তিনি।

কাঠ, ফুল, কাগজ পাতা থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই যেগুলো দিয়ে পোশাক তৈরি করেননি। সবথেকে অবাক বিষয় হলো তিনি নিজের পোশাকগুলোর ডিজাইন নিজেই করেন। সেগুলো পরে ক্যামেরার সামনে আসেন। যদি এই কারণে তাকে একাধিক কটাক্ষ শুনতে হয়েছে তবে কখনো সেগুলি তোয়াক্কা করেন না।