দু’মাস আগেই দূরপাল্লার ট্রেনে স্লিপার ক্লাসে ওয়েটিং ২০০ ছাড়াচ্ছে! ‘অটো আপগ্রেডেশন’ চালু করেও সমস্যা কাটছে না, বাড়ছে ডিজিটাল দালালরাজের আশঙ্কা।
দূরপাল্লার ট্রেনে কনফার্ম টিকিট পাওয়া এখন স্বপ্নের মতো। যাত্রার দু’মাস আগেও স্লিপার ক্লাসে ওয়েটিং লিস্ট ২০০ পেরিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘প্রত্যেক যাত্রীর জন্য নিশ্চিত টিকিট’-এর প্রতিশ্রুতি আজ যেন বাস্তবের সঙ্গে মেলে না।
রেল সূত্রে জানা যাচ্ছে, কেন্দ্রীয় রেলমন্ত্রক ‘অটো-আপগ্রেডেশন’ পদ্ধতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। অর্থাৎ, যাত্রীদের বাড়তি টাকা না নিয়েই অপেক্ষাকৃত উচ্চ শ্রেণিতে উন্নীত করা হচ্ছে—স্লিপার থেকে থার্ড এসি, থার্ড থেকে সেকেন্ড, এমনকি সেকেন্ড থেকে ফার্স্ট এসি পর্যন্ত। টিকিট বুকিংয়ের সময় যাত্রী সম্মতি জানালে এই সুযোগ মিলছে।
তবে সমস্যা রয়ে গিয়েছে আগের মতোই। এক আরটিআই জবাবে জানা গিয়েছে, গত চার আর্থিক বছরে রেল ১ কোটি ৮৩ লক্ষেরও বেশি যাত্রীকে ‘অটো-আপগ্রেড’ করেছে। তবুও ‘বুকিং উইন্ডো’ খোলার দু’মিনিটের মধ্যেই স্লিপার ক্লাসে ওয়েটিং ২০০ ছাড়িয়ে যাচ্ছে।
উদাহরণস্বরূপ, ২৫ অক্টোবর সকাল ৮টায় দার্জিলিং মেলের বুকিং শুরু হওয়ার দুই মিনিটের মধ্যেই যাত্রীর ওয়েটিং পৌঁছে যায় ২০৫-এ! ফলে যাত্রীদের প্রশ্ন—এই বিপুল সংখ্যক টিকিট এত অল্প সময়ে কারা বুক করছে? এর পেছনে কি ডিজিটাল দালালরাজ কাজ করছে?
রেল অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ‘অটো-আপগ্রেডেশন’ই এখন যাত্রীদের কনফার্ম টিকিটের আশা জাগাচ্ছে। কিন্তু বাস্তবে যাত্রীদের হতাশা আরও বাড়ছে—কারণ বুকিং খোলার কয়েক মিনিটের মধ্যেই ডিজিটাল স্ক্রিনে ফুটে উঠছে একটাই বার্তা: “WL-200”।
#IndianRailways #IRCTC #TrainBooking #DigitalScam #AutoUpgradation #ModiGovernment #RailwayNews #IndiaTravel #WaitingList #IRCTCBooking
