বর্তমানে মুম্বাইয়ের জনপ্রিয় মডেল হলেন উরফি জাভেদ। মাঝেমধ্যে তার অদ্ভুত পোশাক পরে প্রকাশ্যে আসার বিষয়ে সকলেই অবগত। তেমনই তার সোশ্যাল মিডিয়ার যেকোনো পোস্ট যা ভাইরাল হয়ে যায় নিমেষেই। তেমনই সম্প্রতি তার পোস্ট করা ভিডিও দেখে সকলেই চমকে গিয়েছেন৷ কি এমন রয়েছে সেই ভিডিওতে। সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন উরফি।
সেই ভিডিওতে দেখা গিয়েছে উরফি সদ্য নতুন আইফোন কিনেছেন। সেটি নিয়ে তিনি নিজের বারান্দায় সময় কাটাচ্ছিলেন। সেই নতুন ফোন দিয়েই বারান্দায় সূর্যাস্তের ছবি তুলছিলেন তিনি। কিন্তু ছবি তোলার সময় ঘটে যায় বিপদ। উরফির হাত থেকে ফোনটি পড়ে যায়। হাত থেকে ফস্কে তা একেবারে নীচে গিয়ে পড়ে।
আর এই ভিডিওটি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন উরফি। সেই ভিডিওতে দেখা গিয়েছে বহুতলের বারান্দা থেকে সূর্যাস্তের ছবি তুলছিলেন উরফি। তার নতুন কেনা আইফোনটি নিয়ে এভাবেই নাড়াচাড়া করছিলেন তিনি। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় তার হাত থেকে ফোনটি পড়ে যায়৷ এরপর দেখা যায় উরফির হাতে ভাঙাচোরা ফোনটি।
স্ক্রিনের আলো জ্বলছে কিন্তু স্ক্রিনে ফাটল ধরেছে। আইফোনের পিছনের অংশ হালকা দুমড়েমুচড়ে গিয়েছে। এভাবেই নিজের ভিডিওতে নতুন কেনা আইফোনের অবস্থা তুলে ধরলেন উরফি। তবে অনেকেই ঘটনাটিকে সাজানো বলেছেন। কেউ লিখেছেন, “উরফি স্বেচ্ছায় আইফোনটি হাত থেকে ফেলে দিয়েছেন। দেখেই তা স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠিকঠাক অভিনয়ও করতে পারেন না তিনি।” অনেকেই এমন নানান মন্তব্য করেছেন।