ভারতের রেল যাত্রীদের জন্য আসছে এক ঐতিহাসিক মুহূর্ত। চলতি বছরের ডিসেম্বরেই রেলের পরিকাঠামোয় যুক্ত হতে চলেছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। দীর্ঘ যাত্রার ক্লান্তি এবং সময়ের অপচয় কমাতে এই নতুন রেক হবে এক নতুন অধ্যায়ের সূচনা। আধুনিক প্রযুক্তি, রাজধানীর আরাম এবং বন্দে ভারতের গতি—সব মিলিয়ে এই ট্রেনকে ভবিষ্যতের প্রিমিয়াম নৈশযাত্রার মডেল হিসেবে দেখছেন রেল আধিকারিকরা।
বেঙ্গালুরুতে রেক প্রস্তুতির শেষ ধাপ
রেল সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরুর ভারত আর্থ মুভার্স লিমিটেড (BEML) কারখানায় তৈরি হচ্ছে প্রথম দুটি স্লিপার র্যাক। এর মধ্যে একটি র্যাকের ফিনিশিং ইতিমধ্যেই শেষ। ১২ ডিসেম্বর এই র্যাক নামানো হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। দ্বিতীয় র্যাকের কাজও দ্রুতগতিতে এগোচ্ছে।
ট্রায়াল রান পাটনা–দিল্লি রুটে
রেলওয়ে সূত্র দাবি করেছে, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের ট্রায়াল রান শুরু হবে পাটনা–দিল্লি রুটে। পরীক্ষার সব রিপোর্ট অনুমোদিত হলেই পরিষেবা আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যেই জানিয়েছেন, “দীর্ঘ দূরত্বের যাত্রীদের জন্য এটি হবে গেম চেঞ্জার। কম সময়ে বেশি পথ অতিক্রম করতে সক্ষম বন্দে ভারত।”
কোচের সংখ্যা বাড়তে পারে ২৪ পর্যন্ত
ট্রেনটিতে মোট ১৬টি আধুনিক কোচ থাকবে।
এর মধ্যে—
ফার্স্ট এসি: ১ কোচ, ২৪ বার্থ
সেকেন্ড এসি: ৪ কোচ, ১৮৮ বার্থ
থার্ড এসি: ১১ কোচ, ৬১১ বার্থ
মোট বার্থ সংখ্যা দাঁড়াচ্ছে ৮২৭। প্রয়োজনে পরবর্তীতে কোচ সংখ্যা ২৪-এ বাড়ানো হতে পারে।
রাতের ঘুম হবে আরও আরামদায়ক
এই ট্রেনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে রাতের যাত্রায় যাত্রীরা পান সর্বোচ্চ আরাম। প্রতিটি বার্থে থাকবে—
ব্যক্তিগত রিডিং লাইট
প্রিমিয়াম ইন্টেরিয়র
উন্নতমানের শীততাপ নিয়ন্ত্রণ
স্বয়ংক্রিয় দরজা
সিসিটিভি নজরদারি
উন্নত নিরাপত্তার জন্য আর্মার অ্যান্টি-কলিশন সিস্টেম
ক্র্যাশ-প্রুফ বডি ডিজাইন
গতির জাদু: ১৬০–১৮০ কিমি প্রতি ঘণ্টা
বন্দে ভারত স্লিপার ট্রেনের সর্বোচ্চ গতিবেগ হবে ১৬০–১৮০ কিমি/ঘণ্টা। ফলে দিল্লি–পাটনা যাত্রাপথ সম্পূর্ণ করতে সময় লাগবে মাত্র ১১–১১.৫ ঘণ্টা। ট্রেনটি যাবে প্রয়াগরাজ হয়ে, যা উত্তর ভারতের যাত্রীদের জন্য সফরকে আরও সুবিধাজনক করে তুলবে।
আরও পড়ুন
এবার প্রবীণ ও মহিলাদের লোয়ার বার্থ দেবে রেল, স্মার্ট সিস্টেমে বড় বদল
ভাড়া প্রায় রাজধানীর সমান, কিন্তু পরিষেবা আরও উন্নত
থার্ড এসির আনুমানিক ভাড়া হতে পারে প্রায় ২,০০০ টাকা, যা রাজধানী এক্সপ্রেসের মতোই। তবে যাত্রী পরিষেবা ও আরাম হবে তার চেয়ে আরও উন্নত। রেল মন্ত্রক জানিয়েছে, এই স্লিপার বন্দে ভারতকে রাজধানী এক্সপ্রেসের ‘বিকল্প’ হিসেবে ডিজাইন করা হচ্ছে।
আরও পড়ুন
ট্রেনে ইলেকট্রিক কেটলি ব্যবহার করলে শাস্তি! নুড্ল-ভিডিয়ো ভাইরালের পর রেলের কড়া সতর্কবার্তা
ডিসেম্বর থেকেই একাধিক রুটে পরিষেবা
রেল সূত্র জানাচ্ছে, ডিসেম্বর থেকেই গোরক্ষপুর–দিল্লি রুট সহ আরও কয়েকটি দীর্ঘ দূরত্বের রুটে বন্দে ভারত স্লিপার পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। এই ট্রেন চালু হলে যাত্রা সময় উল্লেখযোগ্যভাবে কমার পাশাপাশি পর্যটন ও বাণিজ্যও ত্বরান্বিত হবে।
আরও পড়ুন
ভোটার লিস্ট থেকে ‘ভূত’ তাড়াতে বাংলায় ৫ পর্যবেক্ষক পাঠাচ্ছে কমিশন!