নার্সিংহোমে ভর্তি ভিক্টর ব্যানার্জি, অভিনেতার শরীরের অবস্থা কেমন?

অভিনেতা ভিক্টর ব্যানার্জিকে ছোট বড়ো সকলেই চেনেন। একটা সময় বাংলা চলচ্চিত্রে ভিক্টর বাবু দারুণ খ্যাতিনামা অর্জন করেছেন। তার অভিনয় করা কয়েকটি বিশেষ ছবি হল, দুইপৃথিবী, প্রতিদান,দেবতা ,আক্রোশ, প্রতিকার, প্রতিবাদ, আগুন, লাঠি ইত্যাদি এছাড়াও আরো অনেক সিনেমাতে অভিনয় করে নাম করেছেন তিনি। ভিক্টর ব্যানার্জি যে শুধুমাত্র বাংলা সিনেমাতেই অভিনয় করেছেন তা কিন্তু নয়, বাংলার গন্ডি পেরিয়ে বিভিন্ন হিন্দি সিনেমাতেও কাজ করেছেন তিনি,তার করা হিন্দি সিনেমাগুলি হল দুসরি দুলহান, হো সাকতা হে, গুন্ডে, ফেভার ইত্যাদি।

ভিক্টর ব্যানার্জির জন্মস্থান পশ্চিমবঙ্গের মালদা জেলার চাঁচলে। তবে বর্তমানে তিনি দেরাদুনে থাকেন, সেখানে তার নিজস্ব বাড়ি রয়েছে। ভিক্টর ব্যানার্জি খুবই শান্তিপ্রিয় মানুষ তিনি একেবারেই কোলাহল পছন্দ করেন না। জানা গেছে অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তিনি এখন দেরাদুনের একটি নার্সিংহোমে ভর্তি রয়েছেন, বিভিন্ন রিপোর্ট করে জানা গেছে মাইল্ড হার্ট এ্যাটাক করেছে অভিনেতার।

বর্তমানে অভিনেতার শরীরের অবস্থা মোটামুটি অনেকটাই সুস্থ, তবে আর কয়েকটা দিন তাকে হসপিটালেই কাটাতে হবে। অভিনেতার অসুস্থতার খবর শুনে ভক্তগণ বিচলিত হয়ে পড়েছে। এর আগেও তিনি কোভিডে ভুগেছিলেন, শুধুমাত্র তাই নয় একই বছরে কভিডের‌ সাথে সাথে ডেঙ্গুও হয় তার। দীর্ঘ কয়েক দিন তিনি হসপিটালে ভর্তি ছিলেন।

দীর্ঘদিন অভিনয় থেকে বিরত ছিলেন তিনি, এরপর ২০২৩ এ “রক্তবীজ” সিনেমার মাধ্যমে আবার তাকে পর্দায় দেখা যায়। এই সিনেমাটি গত বছর পুজোর সময় রিলিজ করেছিল, সিনেমাটি দারুন হিট হয়েছিল। সিনেমাটিতে ভিক্টর ব্যানার্জিকে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল।।

আরও পড়ুন,
*অনুষ্ঠান যেনো মেনে নেওয়ার নয়, হাত জোড় করে কি জানালেন শুভশ্রী