আনুমানিক ৫০ লক্ষ টাকার মদ রাখা ছিল। আর তা নষ্ট করার আগেই দেখা যায় তা নেওয়ার জন্য জনতার ভীড় লেগেছে। হুড়োহুড়ি করে মদের বোতল নেওয়ার পর পরিস্থিতি সামাল দিতে পুলিশকে নামতে হয়। এই ঘটনায় বিস্মিত পুলিশ নিজেও। ভিডিওতে দেখা যায় সামনে সারি সারি করে সাজানো রয়েছে মদের বোতল। আর সেগুলি গুঁড়িয়ে দেওয়ার জন্য উদ্যত হয় পুলিশ।
পুলিশ পিছন ফিরে তাকাতেই দেখতে পায় নিমেষেই হুড়োহুড়ি লেগে মদের বোতল নিয়ে পালানোর ধুম লেগেছে। মদ নেওয়ার এই ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায়৷ পুলিশ প্রায় ৫০ লক্ষ টাকার মদ বাজেয়াপ্ত করে। আর তারপর সেগুলি নষ্ট করতে উদ্যত হয়।
পুলিশ পরিকল্পনা করে বুলডোজার দিয়ে সমস্ত মদের বোতলকে গুঁড়িয়ে দেওয়া হবে। আর এরপর একটি পাটাতনের উপরে মদের বোতলগুলি সাজানো হয়৷ কিন্তু তারপরই ঘটে যায় এক অভাবনীয় ঘটনা। হঠাৎ করে দেখা যায় একজনের দেখাদেখি আরেকজন মদের বোতল তুলতে শুরু করে। এভাবেই সকলেই হুড়োহুড়ি করে বোতল তুলতে শুরু করে।
Chaos erupted in Guntur, Andhra Pradesh, when a group of drunkards attempted to loot Rs 50 lakh worth of seized liquor while police were in the process of destroying it at a dumping yard on Etukuru Road.
The liquor had been confiscated in various cases, and while the officers… pic.twitter.com/XcG3rEOXQa— Sudhakar Udumula (@sudhakarudumula) September 10, 2024
শেষমেশ হুড়োহুড়ি পড়ে যায়৷ চারিদিক থেকে সকলে ঘিরে ধরে। সাধারণ মানুষ সুযোগ বুঝে মদের বোতলগুলি তুলে নেয়। এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমসিম খেতে হয় পুলিশকে।
আরও পড়ুন,
*‘জীবনে শুধু এইটুকু শান্তি দরকার’, গোমাতার সাথে খেলার ছলে অনিরুদ্ধ আচার্য