Viral Video: মা’য়ের সাথে সন্তানের নাড়ির সম্পর্ক। একজন ‘মা’ নিজের সর্বস্ব দিয়ে সন্তানের লালন পালন করেন। সন্তানের মঙ্গল কেমনায় উপোস, পূজা অর্চনা করে সারাটা জীবন কাটিয়েদেন ‘মা’। সন্তানের উপর কোনও বিপদ আপদ আসলে নিজের জীবনকে তুচ্ছ মনে করে ঝাঁপিয়ে পড়েন ‘মা’। সন্তানের জীবনে মা’য়ের ভূমিকা বা গুরুত্ব ঠিক কতখানি তা শব্দে বোঝানো অসম্ভব। সন্তানের শরীরে কেউ আঁচ কাটলে তাকে যেমন ছেড়ে কথা বলেন না মা, ঠিক তেমনি একজন সন্তানেরও কর্তব নিজের ‘মা’ এর খেয়াল রাখা, তার সেবা যত্ন কড়া।
এমনকী মায়ের উপর কোনো বিপদ আসলে ঝাঁপিয়ে পড়া, কেউ মাকে বেশি কথা বললে তাকে ছেড়ে কথা না বলা। মায়ের সাথে কেউ অন্যায় করলে তার যথাযত প্রতিবাদ করা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে দৃশ্যমান, এক যুবতী একজন মহিলার গায়ে হাত তোলেন, এর পরোক্ষনে ঐ মহিলার পুত্র এসে বিনা বাক্যব্যয়ে যুবতিকে উত্তম মধ্যেম দিলেন। মায়ের গায়ে হাত তোলা! উচিৎ শিক্ষা দিল যুবতিকে! ইতিমধ্যই সেই ভিডিও সমাজ মাধ্যমে দাবানলের মত ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন,
লক্ষ্মী পুজোর দিন সুখবর ভাগ করে নিলেন ভারতী, খুব শীঘ্রই আসতে চলেছে দ্বিতীয় সন্তান
সোশ্যাল মিডিয়ায় নিত্যদিন নানা ধরনের ঘটনা উঠে আসে, যার মধ্যে কিছু ঘটনা নেটিজেনদের বেশ আনন্দ প্রদান করে তো আবার এমন কিছু ঘটনাও উঠে আসা যা দেখার পর নেটিজেন বেশ উত্তেজিত হয়ে ওঠেন। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওয় মায়ের প্রতি পুত্রের এমন ভালোবাসা দেখে অনেকেই প্রসংসা করেছেন।
Is the guy justified for standing up for his mother? pic.twitter.com/zV1P9x50Xn
— OLAMIDE 🌸💖 (@Olamide0fficial) October 5, 2025