কালনায় উদ্বোধন বিবেকানন্দের গ্রন্থাগার ও সংগ্রহশালা

কালনায় স্বামী বিবেকানন্দের পূর্বপুরুষের ভিটেতে উদ্বোধন আন্তর্জাতিকমানের গ্রন্থাগার ও সংগ্রহশালা। ডিজিটাল রূপে গড়ে তোলার পরিকল্পনাও ঘোষণা।

কালনা: স্বামী বিবেকানন্দর জীবন ও দর্শনকে আরও কাছে পৌঁছে দিতে ঐতিহাসিক পদক্ষেপ। রবিবার কালনা ২ ব্লকের দত্তদ্বারিয়াটনে বিবেকানন্দের পূর্বপুরুষের ভিটেতে উদ্বোধন করা হল আন্তর্জাতিকমানের গ্রন্থাগার ও সংগ্রহশালা। এখানে থাকবে স্বামীজির লেখা, তাঁর জীবন ও দর্শন নিয়ে বিভিন্ন গ্রন্থ, পত্র, ও স্মারক সংগ্রহ।

উদ্বোধন করেন বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক সুবীরানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন বর্ধমান রামকৃষ্ণ মিশনের সম্পাদক অজ্ঞেয়ানন্দ মহারাজ, সমাজকর্মী প্রণব রায়, কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ, জেলার পুলিশ সুপার সায়ক দাস এবং প্রাক্তন সাংসদ সুনীল মণ্ডল-সহ বিশিষ্টজনেরা।

প্রায় ৪৬ শতক জমির উপর নির্মিত এই সাংস্কৃতিক কেন্দ্রের জন্য বরাদ্দ হয়েছে রামকৃষ্ণ মিশনের অর্থ ও সাংসদ তহবিলের ৩২ লক্ষ টাকা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তাঁরা খুশি। পর্যটক ও গবেষকদের কাছে এটি এক অনন্য আকর্ষণ হয়ে উঠবে বলে আশা।

সমাজকর্মী প্রণব রায় জানিয়েছেন, বিবেকানন্দের সাতপুরুষ আগে রামনিধি দত্ত এখানে বসবাস করতেন। এমনকি স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথ দত্তও কিছুদিন এই গ্রামে ছিলেন। তাঁর লেখা ‘স্বামী বিবেকানন্দ’ বইয়েও দত্তদ্বারিয়াটনের উল্লেখ রয়েছে।

পরিকল্পনা রয়েছে, ভবিষ্যতে এই সংগ্রহশালাকে ডিজিটাল আকারে রূপান্তর করা হবে। সেখানে প্রদর্শিত হবে স্বামীজির বিরল ছবি ও ঐতিহাসিক দলিলপত্র।

খবর
জার্মানিতে বার্ড ফ্লুর আতঙ্ক, লাখো হাঁস-মুরগি নিধনের নির্দেশ

#SwamiVivekananda #Kalna #RamakrishnaMission #Library #Museum #WestBengal #DigitalArchive #Heritage #Culture #India

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক